সাকিবের বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ, দিতে হলো পরীক্ষা

দুঃসময় বুঝি একেই বলে। সাকিব আল হাসান বোধয় এখন সেটা হাড়েহাড়ে টের পাচ্ছেন। ক্যারিয়ারের সোনালী সময় পেরিয়ে এখন গোধূলি বেলায় তাকে শোনতে হচ্ছে বোলিংয়ে চাকিং অভিযোগ। যেই অভিযোগ মিথ্যা প্রমাণে পরীক্ষাও দিতে হয়েছে দেশের তারকা এই অলরাউন্ডারকে।

Dec 3, 2024 - 09:38
 0  3
সাকিবের বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ, দিতে হলো পরীক্ষা

দুঃসময় বুঝি একেই বলে। সাকিব আল হাসান বোধয় এখন সেটা হাড়েহাড়ে টের পাচ্ছেন। ক্যারিয়ারের সোনালী সময় পেরিয়ে এখন গোধূলি বেলায় তাকে শোনতে হচ্ছে বোলিংয়ে চাকিং অভিযোগ। যেই অভিযোগ মিথ্যা প্রমাণে পরীক্ষাও দিতে হয়েছে দেশের তারকা এই অলরাউন্ডারকে।

প্রায় দুশ দশক আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেড়ানো সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট। পাকিস্তান সিরিজের আগে সারের হয়ে সমারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। যেই ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে সাকিব শিকার করেন ৫ উইকেট। সেই ম্যাচের বোলিং নিয়েই প্রশ্ন তুলেছে ম্যাচ আম্পায়াররা।

কাউন্টি ক্রিকেটে সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। যে কারণে আগামীতে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে তাকে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎরাতে হবে। সেই লক্ষ্যেই এবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। 

একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (সোমবার) বার্মিংহ্যামে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন টাইগার অলরাউন্ডার। সেখানে বিশেষজ্ঞদের সামনে সাকিব মোট চার ওভার বোলিং করেন। জানা গেছে, প্রথম ৩ ওভার একটু জোরের ওপর বোলিং করেন তিনি। তবে শেষ ওভারে গতি কমিয়ে ফেলেন।

সাকিবের এই বোলিং পরীক্ষার ফল অবশ্য পেতে কিছুটা সময় লাগবে। অবশ্য দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেড়ানো সাকিব তার বোলিং অ্যাকশন নিয়ে আশাবাদী। তার বিশ্বাস এ পরীক্ষায় ভালোভাবেই পাশ করে যাবেন তিনি। আর সেটি হলে কাউন্টি খেলতে কোনো বাধা থাকবে না সাকিবের।

উল্লেখ্য, ২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে তার উইকেট সংখ্যা ৭১২টি। লম্বা সময় তিন ফরম্যাটেই সাকিব ছিলেন আইসিসির শীর্ষ অলরাউন্ডার। কখনোই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হয়নি তাকে। এবার সেটিও সাকিবকে দেখতে হলো পড়ন্ত বেলায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow