হাসিনাকে ফিরিয়ে নিতে ভারতকে চিঠি পাঠালেন তিনি

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

Dec 23, 2024 - 09:36
 0  0
হাসিনাকে ফিরিয়ে নিতে ভারতকে চিঠি পাঠালেন তিনি

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে, সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ৫ আগস্ট গণআন্দোলনের কারণে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে।

এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমাদের ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে।" 

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পিলখানার বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান। তিনি আরও বলেন, "এক্সট্রাডিশন করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং এটি বর্তমানে প্রক্রিয়াধীন।"

এদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে গত কয়েকদিন ধরে সরকারের পক্ষ থেকে নানা বক্তব্য দেওয়া হচ্ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কিছুদিন আগে আশাবাদ ব্যক্ত করেন যে, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow