স্ত্রীসহ সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ফারহানা সাঈদ, মা শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

Dec 23, 2024 - 10:25
 0  0
স্ত্রীসহ সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ফারহানা সাঈদ, মা শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। 

দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মাসুদুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য আবেদন করেছিলেন। 

আবেদনে বলা হয়, সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, ও ভাই জাবেদ আহমেদের ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেন হয়েছে এবং সাবেক মেয়রসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। 

এছাড়া, অভিযোগে উল্লেখ করা হয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি তার পদ ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকায়, সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিদেশ গমন নিয়ন্ত্রণ করা জরুরি বলে উল্লেখ করা হয়। 

সোমবার শুনানির পর দুদকের পক্ষ থেকে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম আদালতে উপস্থিত ছিলেন এবং আদালত এ আদেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow