ড. ইউনূসকে ফোন দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ফোনে কথা বলেছেন। ফোনালাপে তারা সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি প্রকাশ করেছেন।

Dec 24, 2024 - 04:23
 0  1
ড. ইউনূসকে ফোন দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ফোনে কথা বলেছেন। ফোনালাপে তারা সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি প্রকাশ করেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। চ্যালেঞ্জপূর্ণ একটি সময়ে বাংলাদেশের নেতৃত্বের জন্য সুলিভান ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়া, উভয় নেতা ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তা সুরক্ষায় নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। জ্যাক সুলিভান আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তাদের পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে। 

তিনি জানান, বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow