যেভাবে ক্যাস্টর অয়েল ব্যবহারে বাড়বে নতুন চুল

এতদিন ধরে শুনে এসেছেন যে, ক্যাস্টর অয়েল মাখলে মাথায় নতুন চুল গজায়। অনেকেই এই আশায় নিয়মিত মাথায় তেল মাখেন। তবে, তেল মাখার পর চুল পড়ার সমস্যা বেড়ে গেলে কেন এমন হয়, তা জানেন কি? 

Dec 24, 2024 - 05:06
 0  1
যেভাবে ক্যাস্টর অয়েল ব্যবহারে বাড়বে নতুন চুল

এতদিন ধরে শুনে এসেছেন যে, ক্যাস্টর অয়েল মাখলে মাথায় নতুন চুল গজায়। অনেকেই এই আশায় নিয়মিত মাথায় তেল মাখেন। তবে, তেল মাখার পর চুল পড়ার সমস্যা বেড়ে গেলে কেন এমন হয়, তা জানেন কি? 

বিশেষজ্ঞরা বলেন, বেশিরভাগ মানুষ বুঝে উঠতে পারেন না যে, কোন তেল কত পরিমাণে ব্যবহার করতে হবে। এর ফলে অনেক সময় উল্টো ফল পাওয়া যায়, অর্থাৎ চুল পড়া বাড়তে পারে। ক্যাস্টর অয়েল একটি ঘন তেল, তাই পাতলা চুলে এটি ব্যবহার করলে সমস্যা হতে পারে। আবার, যদি মাথার ত্বক খুব বেশি তৈলাক্ত হয়, তবে বেশি ক্যাস্টর অয়েল ব্যবহার না করাই ভালো। 

বিশেষজ্ঞদের মতে, চুলের ধরন এবং মাথার ত্বকের অবস্থা বুঝে তেলের পরিমাণ ঠিক করা উচিত। উদাহরণস্বরূপ, যদি চুল খুব ঘন হয় এবং মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক থাকে, তবে ২:১ অনুপাতে ক্যাস্টর অয়েল ও নারকেল তেল মেশানো উচিত। আর যদি চুল খুব পাতলা এবং মাথার ত্বক তৈলাক্ত হয়ে থাকে, তবে তেলের অনুপাত উল্টো করতে হবে, অর্থাৎ নারকেল তেল ও ক্যাস্টর অয়েলের অনুপাত হবে ২:১। 

এখন চলুন, জানি ক্যাস্টর অয়েল ব্যবহারের সঠিক উপায় কী:

১) প্রথমে একটি ছোট পাত্রে অল্প পরিমাণ ক্যাস্টর অয়েল নিন এবং তার সঙ্গে ভাল মানের নারকেল তেল (অথবা অলিভ অয়েল) মেশান।

২) মাথার ত্বক ও চুলের ধরন অনুযায়ী তেলের পরিমাণ ঠিক করুন। তারপর এই তেল হালকা গরম করে মাথার ত্বকে ভালোভাবে মেখে নিন।

৩) তেল মেখে গায়ের জোরে ঘষবেন না। হালকা হাতে ১০-১৫ মিনিট মালিশ করুন। এতে রক্ত সঞ্চালন ভালো হবে এবং চুলের ফলিকলে পুষ্টি পৌঁছাবে।

৪) চুলের ডগা ফাটার সমস্যা থাকলে, এটি সহজেই দূর করতে পারে ক্যাস্টর অয়েল। তবে, চুল যদি নিয়মিত পরিচর্যা না পায়, তা হলে চুলের বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।

৫) তেল মাখার পর অন্তত আধ ঘণ্টা বা এক ঘণ্টা মাথায় রেখে দিন। চাইলে সারারাতও রাখতে পারেন। তবে, তেল সারা রাত রেখে দেওয়ার ব্যাপারটি আপনার চুল ও ত্বকের ধরন বুঝে ঠিক করুন।

৬) নির্দিষ্ট সময় পর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন। চুলের আর্দ্রতা বজায় রাখতে কন্ডিশনার ব্যবহার করুন।

এইভাবে নিয়মিত ক্যাস্টর অয়েল ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং দ্রুত বাড়তে সাহায্য করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow