ব্রাজিলে খেলা অবস্থায় আটক আর্জেন্টিনার ৪ ফুটবলার
ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই উত্তপ্ত। এই দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, যা মাঠের ভেতরে এবং বাইরে সমানভাবে দেখা যায়। সম্প্রতি এমন একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে ব্রাজিলের সাও পাওলোতে লেডিস কাপ প্রীতি টুর্নামেন্টে, যেখানে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের ৪ নারী ফুটবলারকে আটক করা হয়েছে।
ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই উত্তপ্ত। এই দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, যা মাঠের ভেতরে এবং বাইরে সমানভাবে দেখা যায়। সম্প্রতি এমন একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে ব্রাজিলের সাও পাওলোতে লেডিস কাপ প্রীতি টুর্নামেন্টে, যেখানে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের ৪ নারী ফুটবলারকে আটক করা হয়েছে।
২১ ডিসেম্বর, গ্রেমিওর বিরুদ্ধে ম্যাচের পর রিভার প্লেটের ওই চার ফুটবলারকে বর্ণবাদের অভিযোগে আটক করা হয়।
ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও, বর্ণবাদী আচরণের কারণে রেফারি গ্রেমিওকে জয়ী ঘোষণা করেন। এই অভিযোগে গ্রেমিওর খেলোয়াড়রা মাঠ ছাড়েন প্রতিবাদ হিসেবে। এরপর রেফারি রিভার প্লেটের ছয় ফুটবলারকে লাল কার্ড দেখান, যার ফলে ম্যাচ চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট খেলোয়াড় ছিল না আর্জেন্টাইন ক্লাবটির। এই পরিস্থিতির পরই আটক করা হয় চার নারী ফুটবলারকে। আটক হওয়া ফুটবলাররা হলেন কান্দেলা দিয়াজ, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজ।
এ ঘটনায় আলোচনা সৃষ্টি হয়েছে পুরো ফুটবল মহলে। সোমবার, ব্রাজিলের একটি আদালত ওই চার ফুটবলারকে প্রিভেনটিভ ডিটেনশন বা আটকে রাখার নির্দেশ দেয়। সাও পাওলো শহরের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, ব্রাজিলের বিচার বিভাগীয় কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যাতে ওই ফুটবলাররা ব্রাজিল ছেড়ে যেতে না পারেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আর্জেন্টাইন ফুটবলার কান্দেলা দিয়াজ কাউকে উদ্দেশ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করছেন। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও এক বিবৃতিতে জানায়, তাদের খেলোয়াড়রা একটি বল বয়কে সাহায্য করতে এগিয়ে আসার পর সঙ্গত কারণেই তাদের সঙ্গেও বর্ণবাদী আচরণ করা হয়।
রিভার প্লেট ক্লাব এক বিবৃতিতে বর্ণবাদী অঙ্গভঙ্গির নিন্দা জানিয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। তারা আরও জানায়, এই ধরনের আচরণ নির্মূল করতে তারা সবসময় একসঙ্গে কাজ করবে।
এছাড়া, ২২ ডিসেম্বরের ফাইনালে বাহিয়াকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় গ্রেমিও।
What's Your Reaction?