বাংলাদেশকে বিপদে ফেলতে পাকিস্তান সিরিজের দলে অন্তর্ভুক্ত জাঙ্গু

ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিজের প্রথম ওয়ানডেতেই দারুণ পারফরম্যান্সে সবাইকে চমকে দিয়েছেন আমির জাঙ্গু। ৩২১ রানের টার্গেট দিয়েও বাংলাদেশ তার অভিষেক সেঞ্চুরির সামনে হার মানে।

Dec 24, 2024 - 04:50
 0  1
বাংলাদেশকে বিপদে ফেলতে পাকিস্তান সিরিজের দলে অন্তর্ভুক্ত জাঙ্গু

ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিজের প্রথম ওয়ানডেতেই দারুণ পারফরম্যান্সে সবাইকে চমকে দিয়েছেন আমির জাঙ্গু। ৩২১ রানের টার্গেট দিয়েও বাংলাদেশ তার অভিষেক সেঞ্চুরির সামনে হার মানে। সেই সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশ ম্যাচটি হাতছাড়া করে এবং ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়। এবার, ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটরক্ষক ব্যাটারকে ডাক দেওয়া হয়েছে পাকিস্তান সিরিজের টেস্ট দলে। 

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা ২৭ বছর বয়সী এই ক্রিকেটার এবার সুযোগ পেলেন টেস্ট দলে। এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা আমির জাঙ্গু ওয়ানডে ফরম্যাটে তার সর্বশেষ ৫ ইনিংসের মধ্যে তিন ম্যাচে অর্ধশতক এবং একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। 

সাদা পোশাকে, চারদিনের ম্যাচে তার ব্যাটিং গড় ৬৩ এর বেশি। এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি। ৫ ম্যাচ শেষে তিনি ত্রিনিদাদ এন্ড টোবাগোর সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এবার টেস্ট দলে সুযোগ পেলেন আমির। 

পাকিস্তানের বিপক্ষে আগামী ১৬ জানুয়ারি শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে। পরবর্তী ম্যাচটি হবে ২৪ জানুয়ারি মুলতানে। উল্লেখ্য, ২০০৬ সালের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে ব্যক্তিগত কারণে খেলছেন না আলজারি জোসেফ। 

**ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড**:  
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, মিকাইল লুইস, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জেইডেন সিলস, জোমেল ওয়ারিকান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow