বলিউড বাদশাহ সম্পর্কে বিদ্যার অদ্ভুত মন্তব্য!
বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী বিদ্যা বালান, যিনি প্রায়ই তার বিশেষ মন্তব্যের জন্য আলোচনায় থাকেন। একবার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি শাহরুখ খানের উদ্দেশে এমন একটি প্রশ্ন করেছিলেন, যা শুনে উপস্থিত সবাই চমকে গিয়েছিল। সেই বছর আইফা অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের দুই মেগাস্টার শহীদ কাপুর এবং শাহরুখ খান।
বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী বিদ্যা বালান, যিনি প্রায়ই তার বিশেষ মন্তব্যের জন্য আলোচনায় থাকেন। একবার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি শাহরুখ খানের উদ্দেশে এমন একটি প্রশ্ন করেছিলেন, যা শুনে উপস্থিত সবাই চমকে গিয়েছিল। সেই বছর আইফা অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের দুই মেগাস্টার শহীদ কাপুর এবং শাহরুখ খান।
তখন শাহরুখ খান তার ঝুলিতে থাকা পুরস্কারের সংখ্যা নিয়ে মত্ত ছিলেন। এমনই এক মুহূর্তে, বিদ্যা বালান তাকে প্রশ্ন করে বসেন, "আপনার কাছে কয়টা পুরস্কার আছে?" শাহরুখ খান কিছুটা ভেবে উত্তর দেন, "কখনো গুণে দেখিনি, তবে সম্ভবত ১৫৫টা হবে।"
কিন্তু শাহরুখ খান কথাটি শেষ করার আগেই বিদ্যা পালটা প্রশ্ন করে বসেন, “তবে এর মধ্যে কয়টা কিনেছেন?” বিদ্যার এই প্রশ্নে কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে যান শাহরুখ খান। তবে মুহূর্তের মধ্যে পরিস্থিতি সামলে নিয়ে তিনি হাসতে হাসতে উত্তর দেন, "দেড়শোটা মত।" এ কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ফেলেন, আর শাহরুখ খানও হাসিমুখে পরিস্থিতি সামলে নেন।
বিদ্যা বালান তার এই প্রশ্নের মাধ্যমে আকারে ইঙ্গিতে বুঝাতে চেয়েছিলেন যে, তার কাছে যে পুরস্কারগুলো রয়েছে, সেগুলো সবই তার কঠোর পরিশ্রম ও যোগ্যতার স্বীকৃতি। আর শাহরুখ খানের মতো সুপারস্টারের ঝুলিতে যে অনেক পুরস্কার জমা হবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। বিদ্যার সরাসরি প্রশ্ন আজও নেট পাড়ায় এক আলোচিত ঘটনা হয়ে রয়েছে, আর সেই ভাইরাল ভিডিও মাঝেমধ্যে আবার ছড়িয়ে পড়ে।
What's Your Reaction?