গোয়ালন্দে সাবেক ইউপি চেয়ারম্যান মন্ডল আটক
রাজবাড়ী জেলার গোয়ালন্দে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সহসভাপতি আ. রহমান মন্ডল (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।
রাজবাড়ী জেলার গোয়ালন্দে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সহসভাপতি আ. রহমান মন্ডল (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে দৌলতদিয়া ইউনিয়নের বেপারি পাড়ার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয় এবং ওই মামলায় আ. রহমান মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগস্ট গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালানোর অভিযোগে ১০ আগস্ট ছাত্র আন্দোলনের নেতা শরিফুল ইসলাম মামলা দায়ের করেন। ওই মামলায় আরও ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।
মামলার ২৬ নম্বর আসামি আ. রহমান মন্ডলকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলার বাদী শরিফুল ইসলামের বাবা শাহজাহানকে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে, ১০ ডিসেম্বর মামলার পর রাতে গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইউনুস হোসেন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ, এবং তাকে কারাগারে পাঠানো হয়।
What's Your Reaction?