বিসিবির পুরনো সমস্যা, কালোবাজারে টিকিট বিক্রি ও দর্শকদের ভোগান্তি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে, আর এই ঘরোয়া টি-২০ টুর্নামেন্টের পরিবেশ ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে। সোমবার, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হল বিপিএল মিউজিক ফেস্ট, যেখানে পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুফি গায়ক রাহাত ফতেহ আলী খান তার মাদকতাময় কণ্ঠে মন্ত্রমুগ্ধ করে ফেলেন দর্শক-শ্রোতাদের।

Dec 24, 2024 - 04:53
 0  1
বিসিবির পুরনো সমস্যা, কালোবাজারে টিকিট বিক্রি ও দর্শকদের ভোগান্তি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে, আর এই ঘরোয়া টি-২০ টুর্নামেন্টের পরিবেশ ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে। সোমবার, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হল বিপিএল মিউজিক ফেস্ট, যেখানে পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুফি গায়ক রাহাত ফতেহ আলী খান তার মাদকতাময় কণ্ঠে মন্ত্রমুগ্ধ করে ফেলেন দর্শক-শ্রোতাদের।

সংগীত সন্ধ্যা শুরু হওয়ার আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন। 

এদিকে, চিরাচরিতভাবে এবারও টিকিটের কালোবাজারি ঘটেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরেই কালোবাজারির দৃষ্টিকটু দৌরাত্ম্য ছিল চোখে পড়ার মতো। পাঁচশ টাকার টিকিট এক হাজার, এমনকি দেড় হাজার টাকায়ও প্রকাশ্যে বিক্রি হতে দেখা গেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, মিডিয়ার সৌজন্যে পাওয়া টিকিটগুলোও চড়া দামে বিক্রি করা হচ্ছিল কালোবাজারে। আবার, যাদের টিকিট ছিল, তাদের মধ্যেও অনেকে স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি।

টিকিট কালোবাজারি, অবশ্য বিসিবির পুরনো সমস্যা। নতুন দায়িত্বে আসা কর্মকর্তাদের মানসিকতায় কোনো পরিবর্তন হয়নি, আর তার ফলস্বরূপ দর্শকরা এখনো চরম ভোগান্তি পোহাচ্ছেন। অভিযোগ উঠেছে, বিসিবির ভেতরের কিছু অসাধু চক্রের যোগসাজশে ‘মিউজিক ফেস্ট’ এর টিকিটের বেশিরভাগ কালোবাজারিদের হাতে চলে গেছে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই প্রসঙ্গে বলেন, "আপনারা জানেন, দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের বাংলাদেশে পৌঁছেছি। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এবং সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। বিপিএলকে নতুনভাবে সাজানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "এবারের বিপিএলে থিম সং, মাস্কটসহ আরও কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলা যেন দর্শকদের কাছে উপভোগ্য হয়, সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজন সফল করতে এবং একটি সুন্দর বিপিএল উপহার দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আমাদের প্রধান উপদেষ্টা নিজেও এই উদ্যোগে সরাসরি যুক্ত ছিলেন। আশা করছি, এবারের বিপিএল একটি নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে সবার কাছে উপভোগ্য হবে।"

অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, "আজকের মিউজিক ফেস্টের মাধ্যমে বিপিএল শুরু হলো। যারা আসছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমি খুব খুশি। এবারের বিপিএল নিয়ে আমাদের অনেক কাজ হয়েছে। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং এবং গ্রাফিতি উন্মোচন করেছি।"

এভাবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন উদ্যোগ এবং পুরনো সমস্যা একসঙ্গে উন্মোচিত হলেও, এবারের বিপিএলকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow