ভারতের মুম্বাইয়ে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। তবে, এই অনুষ্ঠানের মঞ্চ থেকে অভিষেক বচ্চনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান চলাকালীন অভিষেককে তার অনবদ্য অভিনয় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি সব সময় পরিচালককে বিশ্বাস করেন। একইসঙ্গে তিনি সমস্ত বিবাহিত পুরুষদের জন্য একটি পরামর্শও দেন।
সঞ্চালক যখন অভিষেকের পরিচালকের নির্দেশনায় বিশ্বাস সম্পর্কে বলেন, তখন অভিষেক বলেন, তার স্ত্রী তাকে ‘পরিচালক নির্দেশিত অভিনেতা’ হিসেবে উপস্থাপন করেন। কৌতুক করে তিনি বলেন, “সব বিবাহিত পুরুষকেই এটা মেনে চলতে হয়, আপনার স্ত্রী যেভাবে বলেন, সব সময় সেভাবেই করতে হয়।”
ডিভোর্স নিয়ে চারিদিকে আলোচনা যখন তুঙ্গে, তখন অভিষেকের এমন মন্তব্য সকলের দৃষ্টি আকর্ষণ করে।
এদিকে, ‘দ্য হিন্দু’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক তার স্ত্রী ঐশ্বরিয়াকে আরাধ্যার মা হিসেবে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "আমি সৌভাগ্যবান যে, আমি যখন ইচ্ছা বাইরে শুটিং করতে যেতে পারি, কারণ আমি জানি ঐশ্বরিয়া সবসময় আরাধ্যার সঙ্গেই থাকে, এর জন্য আমি তাকে অশেষ ধন্যবাদ জানাই।"
কিছু দিন আগে মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত অভিষেক বচ্চন অভিনীত সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’। সিনেমায় তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে, বিশেষ করে বাবা-মেয়ের গল্পটি দর্শকদের চোখে জল এনে দিয়েছে। তবে, তাদের মধ্যে ডিভোর্স গুঞ্জন এখনও থেমে নেই, এবং এমন পরিস্থিতিতে অভিনেতার স্ত্রীকে নিয়ে দেয়া তার পরামর্শ আবারও সকলের নজর কেড়ে নিয়েছে।