ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন রোনালদো
২০০২ সালের বিশ্বকাপ ফাইনাল। ম্যাচের ৬০ মিনিট পেরিয়ে গেলেও জার্মানির রক্ষণ ভাঙতে পারছিল না ব্রাজিল। অবশেষে ৬৭ ও ৭৯ মিনিটে জোড়া গোল করে সেলেসাওদের পঞ্চম ও এখন পর্যন্ত শেষ বিশ্বকাপ ট্রফি উপহার দেন রোনালদো নাজারিও। ন্যাড়া মাথার এই কিংবদন্তি শুধু সেই ম্যাচেই নয়, বহুবার ব্রাজিলের ত্রাতা হয়ে উঠেছেন।
রোনালদোর নতুন স্বপ্ন: ব্রাজিল ফুটবলের ত্রাতা হতে চান এবার ভিন্ন ভূমিকায়
২০০২ সালের বিশ্বকাপ ফাইনাল। ম্যাচের ৬০ মিনিট পেরিয়ে গেলেও জার্মানির রক্ষণ ভাঙতে পারছিল না ব্রাজিল। অবশেষে ৬৭ ও ৭৯ মিনিটে জোড়া গোল করে সেলেসাওদের পঞ্চম ও এখন পর্যন্ত শেষ বিশ্বকাপ ট্রফি উপহার দেন রোনালদো নাজারিও। ন্যাড়া মাথার এই কিংবদন্তি শুধু সেই ম্যাচেই নয়, বহুবার ব্রাজিলের ত্রাতা হয়ে উঠেছেন।
এবার সেই রোনালদো আরও একবার হতে চান ব্রাজিল দলের রক্ষাকর্তা, তবে ভিন্ন ভূমিকায়। মাঠে নামার কথা নয়, বরং ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি হয়ে জাতীয় দলকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।
ব্রাজিলের বর্তমান সংকট
২০২২ বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবল দল ধারাবাহিকভাবে ব্যর্থতার মুখ দেখছে। কোচ তিতে সরে যাওয়ার পর একাধিক কোচ পরিবর্তন হলেও দলের অবস্থার উন্নতি হয়নি। কোপা আমেরিকায় ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাই পর্বেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না সেলেসাওরা।
এই বেহাল দশার জন্য ফুটবল ফেডারেশনের সভাপতি এনদালদো রদ্রিগেজকে দায়ী করা হচ্ছে। ফেডারেশনের অন্তঃকোন্দলের কারণেই কথিতভাবে কার্লো আনচেলোত্তি ব্রাজিলের কোচ হওয়ার প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ান।
রোনালদোর পরিকল্পনা
জনপ্রিয় সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, রোনালদো নাজারিও সিবিএফের সভাপতি হওয়ার পরিকল্পনা করছেন। তার লক্ষ্য নির্বাচনে জয়ী হয়ে ব্রাজিল দলের দায়িত্ব দিতে তার সাবেক ক্লাব সতীর্থ ও জনপ্রিয় স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকে।
বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে। তবে সিবিএফের প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৫ সালে। ব্রাজিলিয়ান গণমাধ্যমের মতে, রোনালদো নির্বাচনে অংশ নিলে বর্তমান সভাপতি রদ্রিগেজ বড় চাপে পড়বেন।
নতুন নেতৃত্বের আশা
ব্রাজিল ফুটবলপ্রেমীরা রোনালদোর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। একজন কিংবদন্তি খেলোয়াড় হিসেবে তার অভিজ্ঞতা এবং ভিশন সেলেসাওদের পুনরুত্থানে ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয়, রোনালদোর নেতৃত্বে ব্রাজিল আবার বিশ্ব ফুটবলে শীর্ষে ফিরতে পারে কি না।
What's Your Reaction?