যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের

৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

Nov 6, 2024 - 08:32
 0  2
যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের

৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালনের আহ্বান জানালেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, "৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল।"

তিনি আরও বলেন, "১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জে. খালেদ মোশাররফ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু তখন দেশপ্রেমিক সিপাহী ও জনতা একযোগে ৭ নভেম্বর 'নারায়ে তাকবির আল্লাহু আকবার' স্লোগান দিয়ে রাজপথে নেমে খালেদ মোশাররফের ষড়যন্ত্র রুখে দেয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে।"

জামায়াত আমীর বলেন, "আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনী বারবার বিদেশী আধিপত্যবাদী ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতা বহু তাজা প্রাণ ও রক্তের বিনিময়ে দেশের ওপর থেকে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন মুক্ত করেছে এবং সামরিক বাহিনী ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছে।"

তিনি বলেন, "আজ আমরা এমন একটি সময় ৭ নভেম্বর পালনের প্রস্তুতি নিচ্ছি যখন জাতি একাধিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশে আবারও ফ্যাসিবাদের আগমন ঘটানোর জন্য নানামুখী চক্রান্ত শুরু হয়েছে। জাতি যদি পুনরায় ফ্যাসিবাদের কবলে পড়ে, তা হবে এক মহাসঙ্কট।"

এ অবস্থায় দেশপ্রেমিক ছাত্র-জনতা, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দলসমূহ এবং বর্তমান সরকার ও সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শফিকুর রহমান। তিনি বলেন, "৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীপ্ত শপথ গ্রহণের জন্য আমি জামায়াতের সকল শাখা এবং দেশপ্রেমিক ছাত্র-জনতাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow