মহাত্মা গান্ধী, ভারতের নয়, পাকিস্তানের জাতির জনক!

ভারতের স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। তার মন্তব্যে তিনি দাবি করেন, মহাত্মা গান্ধী ভারত নয়, পাকিস্তানের জনক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি এক পডকাস্টে এই বিতর্কিত কথা বলেন তিনি।

Dec 23, 2024 - 04:55
 0  1
মহাত্মা গান্ধী, ভারতের নয়, পাকিস্তানের জাতির জনক!

ভারতের স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। তার মন্তব্যে তিনি দাবি করেন, মহাত্মা গান্ধী ভারত নয়, পাকিস্তানের জনক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি এক পডকাস্টে এই বিতর্কিত কথা বলেন তিনি।

শুভঙ্কর মিশ্রের সঙ্গে এক পডকাস্ট সেশনে কিংবদন্তি সুরকার আরডি বর্মণের বিষয়ে কথা বলার সময়, অভিজিৎ বলেন, "পঞ্চম দা (আর ডি বর্মণ) মহাত্মা গান্ধীর চেয়েও বড় ছিলেন।" তিনি আরও বলেন, "মহাত্মা গান্ধী যেমন ভারতের জাতির জনক, তেমনি পঞ্চম দা ছিলেন সংগীতের জাতির জনক।"

অভিজিৎ তার বক্তব্যে আরও বলেন, "পঞ্চম দা মহাত্মা গান্ধীর চেয়ে বড় ছিলেন, তিনি ছিলেন সংগীতের রাষ্ট্রপিতা। আর মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির পিতা ছিলেন, ভারতের নয়। ভারত সব সময়ই ছিল, কিন্তু পাকিস্তান সৃষ্টি হয়েছে। আমরা ভুল করে মহাত্মা গান্ধীকে আমাদের জাতির জনক বলি।"

এই মন্তব্যের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই তার মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিজিৎ ভট্টাচার্য বরাবরই এক বিতর্কিত চরিত্র, এবং তার এই মন্তব্য আরও একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

অভিজিৎ ভট্টাচার্য, কিংবদন্তি সংগীত রচয়িতা আরডি বর্মণের মাধ্যমে হিন্দি সংগীত জগতে আত্মপ্রকাশ করেছিলেন। তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল বাংলা সিনেমায়, যেখানে প্রথম আলাপ হয় আর ডি বর্মনের সঙ্গে। তারপর থেকে বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। 

১৯৯২ সালে অভিজিৎ ভট্টাচার্য তার প্রথম সাফল্য পান সিনেমা *খিলাড়ি*-র মাধ্যমে, যেখানে তিনি স্মরণীয় গান গেয়েছিলেন, যেমন "ওয়াদা রাহা সনম", "খুদ কো কেয়া সামঝতি হ্যায়", এবং "কেয়া খবর থি জানাবের মতো" গানগুলো। তবে, বর্তমানে তার প্লেব্যাক সঙ্গীতের বাজার মন্দা, এবং তিনি প্রায়ই বলিউডে কাজের সুযোগ না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

একই পডকাস্টে, শাহরুখ খান এবং সালমান খান নিয়ে তার মন্তব্যও আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। শাহরুখ খানকে নিয়ে অভিজিৎ বলেন, "শাহরুখ খানের ক্লাস আলাদা।" আর সালমান খান প্রসঙ্গে তিনি বলেন, "সালমান এখনো সেই পর্যায়ে পড়েন না, যাকে নিয়ে চর্চা করা যায়।" সালমানের গাড়ি চালানোর গতির সাথে সম্পর্কিত এক ঘটনায়, তিনি তাকে 'দারুবাজ' ও 'ঠরকি' বলেও কটাক্ষ করেন। তার মতে, সালমান খান এখন সবার কাছে কাজ চাইতে যান, কেউ তার সঙ্গে কাজ করতে চান না।

এদিকে, অভিজিতের মন্তব্যের পর তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেকেই তার এই মন্তব্যকে অবমাননাকর এবং অযাচিত বলে মনে করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow