ঘন কুয়াশায় বিমান ওঠানামায় বিঘ্ন
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামতে পারেনি।
রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। বর্তমানে ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করছে। বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। শীতের এ সময় বৈরী আবহাওয়ার কারণে প্রায় এমনটি ঘটে। তবে কোনো ফ্লাইট বাতিলের কোনো সম্ভাবনা নেই।
প্রতিদিন সৈয়দপুর বিমানবন্দর থেকে গড়ে ১৫ থেকে ১৬টি ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে দুপুর ১২টার আগে ৩টি ফ্লাইট চলাচল করে। গতকাল কুয়াশার কারণে দুটি ফ্লাইটে অবতরণে দেরি হয়েছে।
What's Your Reaction?