ম্যাচ খেলব শুধু ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে, নিজেদের ঐক্য অটুট রাখতে হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তারা ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে প্রতিরোধে মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন। রবিবার রাজধানীর জিরো পয়েন্টে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

Nov 10, 2024 - 09:42
 0  2
ম্যাচ খেলব শুধু ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে, নিজেদের ঐক্য অটুট রাখতে হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তারা ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে প্রতিরোধে মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন। রবিবার রাজধানীর জিরো পয়েন্টে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ’ শীর্ষক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারজিস আলম ও অন্যান্য নেতৃস্থানীয় সমন্বয়কারীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, “আমরা ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে প্রতিরোধের ম্যাচ খেলতে প্রস্তুত আছি। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আমরা শুধু ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সঙ্গেই ম্যাচ খেলব।”

তিনি আরও বলেন, “ছাত্রলীগকে প্রতিহত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নেই। শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট।”

ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আরমানুল হক বলেন, “বাংলাদেশের প্রধান সমস্যা হলো রাষ্ট্রীয় কাঠামো। যে দল ক্ষমতায় আসে, সেই দলই ফ্যাসিস্ট হয়ে ওঠে। আমরা এই রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করব।”

কর্মসূচির আরেক নেতা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম মঞ্চে কবিতা আবৃত্তি করেন।

এদিকে, কর্মসূচি ঘিরে জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের রাস্তা বন্ধ থাকায় আশপাশের রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow