যুবদল নেতা হত্যায় সাবেক এমপি পোটনের ৩ দিনের রিমান্ড

রাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আশরাফ খান পোটনের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। 

Dec 23, 2024 - 09:40
 0  0
যুবদল নেতা হত্যায় সাবেক এমপি পোটনের ৩ দিনের রিমান্ড

রাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আশরাফ খান পোটনের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার মামলার শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস জামান আদালতে পোটনের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। গত ১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পুলিশ পোটনকে গ্রেফতার করে এবং পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির আওতায় মহাসমাবেশ ডাকলে, একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ আয়োজন করে। বিএনপির মহাসমাবেশে হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশ সহায়তা দেয়। এই হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এর পরদিন, ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow