আরও চার মামলায় গ্রেফতার সালমান, মেনন, পলকসহ ৮ জন

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ আটজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন।

Dec 23, 2024 - 09:42
 0  0
আরও চার মামলায় গ্রেফতার সালমান, মেনন, পলকসহ ৮ জন

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ আটজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন।

এদিন সিএমএম আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাবেক এমপি মো. সাদেক খানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়।

এ মামলাগুলোর মধ্যে, যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া, নিউ মার্কেট থানার শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়। মোহাম্মদপুর থানার শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান এবং মোহাম্মদপুর থানার আরেক মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকেও গ্রেফতার দেখানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow