চাঁদের বয়স নিয়ে গবেষণায় উন্মুক্ত হলো নতুন তথ্য

চাঁদের বয়স নিয়ে নতুন গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, চাঁদের বয়স পূর্ববর্তী ধারণার চেয়ে অন্তত ১৬ কোটি বছর বেশি হতে পারে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের অধ্যাপক ফ্রান্সিস নিম্মো ও তার গবেষক দল ‘নেচার’ জার্নালে এই গবেষণার ফলাফল প্রকাশ করেছেন।

Dec 24, 2024 - 04:40
 0  0
চাঁদের বয়স নিয়ে গবেষণায় উন্মুক্ত হলো নতুন তথ্য

চাঁদের বয়স নিয়ে নতুন গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, চাঁদের বয়স পূর্ববর্তী ধারণার চেয়ে অন্তত ১৬ কোটি বছর বেশি হতে পারে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের অধ্যাপক ফ্রান্সিস নিম্মো ও তার গবেষক দল ‘নেচার’ জার্নালে এই গবেষণার ফলাফল প্রকাশ করেছেন।

গবেষকরা চাঁদের তাপীয় মডেল, জ্বালামুখ এবং খনিজ পদার্থের বিশ্লেষণ করে ধারণা করছেন, চাঁদের বয়স প্রায় ৪৫১ কোটি বছর। এর আগে বিজ্ঞানীরা চাঁদের বয়স ৪৩৫ কোটি বছর বলে ধারণা করেছিলেন। নতুন গবেষণার ফলাফল অনুযায়ী, চাঁদের পৃষ্ঠ একাধিকবার উত্তপ্ত হয়ে গলে গিয়েছিল, যার ফলে এর পুরোনো বৈশিষ্ট্যগুলো ঢেকে গেছে।

গবেষকরা ধারণা করছেন, মঙ্গল গ্রহের সমান আকারের একটি গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের পর চাঁদের সৃষ্টি হয়েছিল। সংঘর্ষের পর চাঁদের পৃষ্ঠ ম্যাগমা মহাসাগরে পরিণত হয়, যা পরে স্ফটিক আকারে পাথরে রূপান্তরিত হয়। তবে গবেষকদের মতে, গরম এবং ঠান্ডার বিভিন্ন পর্যায়ে চাঁদের পৃষ্ঠ বারবার পরিবর্তিত হয়েছে, যার ফলে চাঁদের শিলা নমুনাগুলো আরও পুরোনো সময়ের হতে পারে।

গবেষকরা আরও চিহ্নিত করেছেন যে, প্রায় ৪০০ কোটি বছর আগে গ্রহাণুর সংঘর্ষের পরও চাঁদের পৃষ্ঠে কম গর্ত ছিল। তাদের মতে, চাঁদ উত্তপ্ত হয়ে ওঠায় এই গর্তগুলো মুছে গেছে।

বর্তমানে চাঁদের প্রতি বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহ ক্রমশ বাড়ছে। চাঁদের দক্ষিণ মেরুতে পানি থাকার সম্ভাবনা নিয়ে বেশ কয়েকটি মহাকাশ গবেষণা সংস্থা প্রতিযোগিতা করছে। নাসা চাঁদের দক্ষিণ মেরুতে একটি ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করেছে, যা ভবিষ্যতে মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর পথে সহায়তা করবে।

এই নতুন গবেষণা মহাকাশ গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow