নাফ নদী থেকে অপহৃত চার জেলের খোঁজ মেলেনি, পরিবারে চলছে আহাজারি

কক্সবাজারের উখিয়া উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক অপহৃত পাঁচ জেলের মধ্যে চারজনের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। অপহৃত জেলেদের সকলেই উখিয়ার পালংখালী ইউনিয়নের বাসিন্দা।

Nov 17, 2024 - 05:20
 0  0
নাফ নদী থেকে অপহৃত চার জেলের খোঁজ মেলেনি, পরিবারে চলছে আহাজারি

কক্সবাজারে আরাকান আর্মির হাতে অপহৃত ৪ জেলের খোঁজ মেলেনি, পরিবারের মধ্যে শোক ও উদ্বেগ

কক্সবাজারের উখিয়া উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক অপহৃত পাঁচ জেলের মধ্যে চারজনের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। অপহৃত জেলেদের সকলেই উখিয়ার পালংখালী ইউনিয়নের বাসিন্দা।

নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন পূর্ব ফারিরিবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবিল হকের ছেলে সাইফুল ইসলাম এবং মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ইউছুফ জালাল।

শনিবার (১৬ নভেম্বর) সকালে অপহৃত পাঁচ জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ফলে নিখোঁজ চার জেলের পরিবারে শোকের পাশাপাশি উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বেড়ে গেছে। পরিবারের সদস্যরা আবেগমথিত হয়ে সরকারের কাছে অনুরোধ করেছেন, অবিলম্বে তাঁদের প্রিয়জনদের জীবিত ফেরত আনার জন্য।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, ১৪ নভেম্বর পেশাগত কাজে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। শনিবার এক জেলের মরদেহ উদ্ধার হলেও, বাকি চারজনের উদ্ধার চেষ্টায় চলছে বিভিন্ন তৎপরতা।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) যারীন তাসনিম তাসিন জানান, নিখোঁজ জেলেদের ফিরে আসার জন্য উর্ধ্বতন মহলে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে এবং তারা দ্রুত ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, পাঁচ জেলে নিখোঁজ হলেও তিন দিন হয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে সব ধরনের সহায়তা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow