সিলেট সীমান্তে বিপুল ভারতীয় পণ্য জব্দ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে প্রায় এক কোটি ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে প্রায় এক কোটি ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ও সংগ্রাম বিওপি এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এইসব পণ্য জব্দ করে বিজিবির ৪৮তম ব্যাটালিয়ন।
রোববার সকালে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ৪১৮ পিস, লেহেঙ্গা ৩৮ পিস, জুতা ৪১২ জোড়া, কম্বল ৫টি, সাবান ১১০ পিস, মদ ৮৮ বোতল, রসুন ৬০ কেজি, ট্রলি ২টি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৬টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ৭২ হাজার ২ শত টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
What's Your Reaction?