ঢাকা মেট্রো না রংপুর; এনসিএল টি-টোয়েন্টিতে শেষ হাসি কোন দলের?

এনসিএল টি-২০ ফাইনালে আজ ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বেলা ১২টা ৩০ মিনিটে। তার আগে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দুই দলের অধিনায়ক নাঈম শেখ ও আকবর আলি।

Dec 24, 2024 - 04:35
 0  1
ঢাকা মেট্রো না রংপুর; এনসিএল টি-টোয়েন্টিতে শেষ হাসি কোন দলের?

এনসিএল টি-২০ ফাইনালে আজ ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বেলা ১২টা ৩০ মিনিটে। তার আগে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দুই দলের অধিনায়ক নাঈম শেখ ও আকবর আলি।

ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ বলেন, "আমরা আসলে চাপ নিয়ে খেলতে আসিনি। টুর্নামেন্টের শুরু থেকেই আমি দলের সবাইকে বলেছি, একেকটি ম্যাচ ধরে এগোতে হবে, বড় কিছু চিন্তা না করে এক একটা ম্যাচ শেষ করলেই হবে। এমন একটা দল থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়।"

ফাইনাল নিয়েও দলের ওপর আস্থা রাখছেন নাঈম। তিনি বলেন, "মাঠে যে পরিস্থিতি আসুক, আমি চেষ্টা করছি সেরাটা দেওয়ার। দলের নেতা হিসেবে আমার দায়িত্ব পালন করছি। আমাদের দলে ছয়-সাতজন ম্যান অব দ্য ম্যাচ হওয়ার মতো ক্রিকেটার আছেন। একেকজন একেকদিন ভালো করেছে। ছোট বা বড় দল বলে কিছু নেই। টি-২০ ক্রিকেটে যে ভালো খেলবে, তারাই ফল পাবে।"

রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলি বলেন, "ফাইনাল ম্যাচটিকে আমি স্বাভাবিক ম্যাচ হিসেবেই নিচ্ছি। আমাদের দল খুব ভালো খেলছে এবং সঠিক সময়ে প্রত্যেকে পারফরম্যান্স দিয়েছে। টি-২০তে বড় দল বা ছোট দল বলে কিছু নেই। এই সংস্করণে সময় খুব কম, তাই যে দল মোমেন্টাম ধরে রাখতে পারবে, তারাই ভালো করবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow