ট্রাম্পের বাড়ির সামনে কেন রোবট কুকুর!

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে প্রহরায় নিয়োজিত একটি কুকুর। নাম তার ‘স্পট’। আসলে সে বাস্তব কুকুর নয়। রোবট কুকুর। মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সিক্রেট সার্ভিস’-এর ভান্ডারে সর্বশেষ সংযোজন হলো এ ‘স্পট’ নামের রোবটিক কুকুর, যা বানিয়েছে রোবটিক কোম্পানি বস্টন ডাইনামিকস। 

Nov 19, 2024 - 04:36
 0  0
ট্রাম্পের বাড়ির সামনে কেন রোবট কুকুর!

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে প্রহরায় নিয়োজিত একটি কুকুর। নাম তার ‘স্পট’। আসলে সে বাস্তব কুকুর নয়। রোবট কুকুর। মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সিক্রেট সার্ভিস’-এর ভান্ডারে সর্বশেষ সংযোজন হলো এ ‘স্পট’ নামের রোবটিক কুকুর, যা বানিয়েছে রোবটিক কোম্পানি বস্টন ডাইনামিকস। 

স্পট দূরনিয়ন্ত্রিত অথবা স্বয়ংক্রিয়ভাবে চালিত। কুকুরটির কাছে কোনো অস্ত্র নেই। তবে এটির পায়ে লেখা রয়েছে, ‘এটা পোষ্য নয়’। এর মধ্য দিয়ে মূলত ট্রাম্পের বিশাল এ সম্পত্তিতে টহলের কাজে নিয়োজিত স্পটের কাছাকাছি আসা লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে।

মারুত্রুলাগোতে স্পটের টহল দেওয়ার একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। এতে অনেকেই কুকুরটিকে শান্ত, চতুর, ভয়ংকর-এমন নানা বিশেষণে অভিহিত করেছেন। এমনকি কুকুরটি গভীর রাতে টেলিভিশনের পর্দায় আমেরিকানদের রসিকতার অন্যতম খোরাক হয়ে উঠেছে। যদিও স্পটের কাজ হাসির কোনো বিষয় নয়। 

বোস্টন ডায়নামিকসের তথ্যমতে, ধাতব চার পায়ে যুক্ত রোবটটি সহজেই উঁচু-নিচু পথে চলতে পারে। উন্নত নজরদারি প্রযুক্তি থাকায় রোবট কুকুরটির মাধ্যমে সহজেই বিভিন্ন স্থাপনা পাহারা দেওয়া সম্ভব। তবে ট্রাম্পের বাড়ির আঙিনায় থাকা রোবটটির প্রযুক্তিগত দক্ষতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow