বিএনপি নেতার হামলায় ছাত্রদল নেতা নিহত, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সস্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

Dec 25, 2024 - 05:45
 0  0
বিএনপি নেতার হামলায় ছাত্রদল নেতা নিহত, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সস্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী পরিবারের বরাত দিয়ে জানান, রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদের সঙ্গে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের মোবাইলে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টার টার দিকে বায়েজিদ, জাহাঙ্গীরসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্বপনকে পৌরসভার সামনে খুঁজতে আসে। স্বপনকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তারা লাঠিসোটা নিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মুমূর্ষু অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দায়েমদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে পাভেল নিহতের ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত বায়েজীদের বাড়িঘরে আগুন দিয়েছে। 

রূপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামি গ্রেফতারের জন্য তৎপর রয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow