পাকিস্তানে উদযাপিত হচ্ছে জিন্নাহর ১৪৮তম জন্মদিন

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ১৪৮তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে পাকিস্তানজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Dec 25, 2024 - 05:39
 0  2
পাকিস্তানে উদযাপিত হচ্ছে জিন্নাহর ১৪৮তম জন্মদিন

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ১৪৮তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে পাকিস্তানজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‘জাতির পিতা’ বা কায়েদ-ই-আজম হিসেবে পরিচিত জিন্নাহর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করবে পাকিস্তানের ন্যাশনাল কাউন্সিল অব আর্টস (পিএনসিএ) এবং সংস্কৃতি মন্ত্রণালয়। 

এছাড়া দেশের উন্নতি ও অগ্রগতির জন্য আজ পাকিস্তানের মসজিদগুলোতে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। করাচিতে জিন্নাহর সমাধিতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মোহাম্মদ আলী জিন্নাহ ১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর করাচিতেই মৃত্যুবরণ করেন। ১৯১৩ সাল থেকে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পর্যন্ত পাকিস্তান স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত তিনি ভারতীয় মুসলিম লীগের নেতৃত্বে ছিলেন।

১৯৪৭ সালে দেশভাগের সময় পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল মোহাম্মদ আলী জিন্নাহর। 

সূত্র: জিও টিভি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow