প্রতিজ্ঞা করেছিলাম আর কখনো প্রেমে জড়াব না: বিবেক

একসময় বলিউড অভিনেতা বিবেক ওবেরয় ছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের প্রেমে হাবুডুবু। সাবেক এ বিশ্বসুন্দরী ও অভিনেতার সম্পর্ক তখন বলিউড ইন্ডাস্ট্রিতে ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তাদের সম্পর্ক নিয়ে অনেকেই নানা গুঞ্জন ছড়িয়েছিল, এবং এই সম্পর্ক সালমান খানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিল। বিবেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক বেশ কয়েক বছর ধরে চলেছিল।

Dec 25, 2024 - 05:41
 0  1
প্রতিজ্ঞা করেছিলাম আর কখনো প্রেমে জড়াব না: বিবেক

একসময় বলিউড অভিনেতা বিবেক ওবেরয় ছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের প্রেমে হাবুডুবু। সাবেক এ বিশ্বসুন্দরী ও অভিনেতার সম্পর্ক তখন বলিউড ইন্ডাস্ট্রিতে ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তাদের সম্পর্ক নিয়ে অনেকেই নানা গুঞ্জন ছড়িয়েছিল, এবং এই সম্পর্ক সালমান খানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিল। বিবেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক বেশ কয়েক বছর ধরে চলেছিল।

ঘটনাটি ২০০৩ সালের, যখন 'কিউ হো গায়া না' ছবির সেটে ঐশ্বরিয়া ও বিবেকের সম্পর্ক শুরু হয়। তখন তাদের সম্পর্ক নিয়ে বিনোদন জগতে অনেক কথাবার্তা ছিল। এর মাঝেই ঐশ্বরিয়াকে নিয়ে সালমান খানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বিবেক, এমনকি সালমান তাকে ফোনে হুমকি পর্যন্ত দেন। পরবর্তীতে ২০০৫ সালে ঐশ্বরিয়া এবং বিবেকের বিচ্ছেদ হয়। ২০১০ সালে প্রিয়াংকা আলভার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিবেক, এবং তাদের এক পুত্র ও এক কন্যা রয়েছে।

সম্প্রতি প্রেমজীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন বিবেক ওবেরয়। তিনি জানান, একসময় প্রেমভাঙার কারণে তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। তিনি আরও বলেন, প্রেমভাঙার পর তিনি আর কোনো সম্পর্কের দিকে যেতে চাননি। 

বিবেক বলেন, "আমরা অনেক সময় মন ভালো করার চেয়ে আবেগের ওপর বেশি গুরুত্ব দিই। আমার সেই মন খারাপের সময়টা প্রায় পাঁচ বছর ছিল। তারপর আমি প্রিয়াংকাকে পাই।" 

অভিনেতা আরও বলেন, "আমি নেতিবাচক এক পরিস্থিতিতে ছিলাম। প্রেমের জগৎ থেকে আমি নিজেকে দূরে রেখেছিলাম, এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে, আর কোনো দিন প্রেমে পড়ব না।"

তিনি জানান, সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করেছেন এবং জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরে পেয়েছেন, যা সম্ভব হয়েছে তার স্ত্রী প্রিয়াংকা আলভার জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow