মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশি সহ ১০৫ অভিবাসী আটক

বছরের প্রথম দিনেই মালয়েশিয়ার **জোহর** রাজ্যে **বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী** আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাজ্যের **মাসাইয়ে** একটি নির্মাণ সাইটে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের নাম ছিল **অপস সাপু**।

Jan 2, 2025 - 04:33
 0  0
মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশি সহ ১০৫ অভিবাসী আটক

বছরের প্রথম দিনেই মালয়েশিয়ার **জোহর** রাজ্যে **বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী** আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাজ্যের **মাসাইয়ে** একটি নির্মাণ সাইটে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের নাম ছিল **অপস সাপু**।

মালয়েশিয়া গেজেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১ জানুয়ারি, **নববর্ষের গভীর রাতে**, **জোহর রাজ্যের অভিবাসন বিভাগের (জেআইএম)** পরিচালক **দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস** এক বিবৃতিতে জানান, রাত সাড়ে ১টার দিকে শ্রমিকদের বসতিতে অভিযান চালানো হয়। 

এ অভিযানে মোট **৪৫৪ বিদেশি** এবং স্থানীয় নাগরিকদের **কাগজপত্র পরীক্ষা** করা হয়, যার মধ্যে **১০৫ জন** অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে **অভিবাসন আইন ১৯৫৯/৬৩** এবং **ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩** অনুযায়ী অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। 

আটকদের মধ্যে রয়েছে:  
- ২০ জন **ইন্দোনেশিয়ান পুরুষ** এবং ৪ জন নারী  
- ১৬ জন **মিয়ানমার** পুরুষ  
- ১ জন **পাকিস্তানি** পুরুষ  
- ৬৪ জন **বাংলাদেশি** নাগরিক  

আটকদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে। তাদেরকে **পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো**তে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে তদন্ত চলবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

মোহাম্মদ রুশদি বলেছেন, **অভিবাসন আইন ও প্রবিধান** অনুযায়ী অপরাধী বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এছাড়া, তিনি জানিয়ে দেন যে, **নিয়োগকর্তা** এবং **প্রাঙ্গণের মালিক**রা **অবৈধ অভিবাসীদের সুরক্ষা** দেওয়া ব্যক্তিদের সঙ্গে কোনো আপস করবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow