সচিবালয়ের আগুনে পুড়ে যাওয়া ভবন ১১ দিন পর খুলে দেওয়া হলো

১১ দিন পর সচিবালয়ের আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। ৯ তলা ভবনের পাঁচ তলা পর্যন্ত অফিস চালু হয়েছে, এবং আজ থেকে কর্মকর্তারা সেখানে অফিস করছেন।

Jan 5, 2025 - 09:08
 0  2
সচিবালয়ের আগুনে পুড়ে যাওয়া ভবন ১১ দিন পর খুলে দেওয়া হলো

১১ দিন পর সচিবালয়ের আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। ৯ তলা ভবনের পাঁচ তলা পর্যন্ত অফিস চালু হয়েছে, এবং আজ থেকে কর্মকর্তারা সেখানে অফিস করছেন।

রোববার (৫ জানুয়ারি) সচিবালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া ৬ থেকে ৯ তলা ছাড়া বাকি পাঁচ তলায় অফিস কাজ শুরু হয়ে গেছে। ভবনটিতে প্রবেশের অনুমতি রয়েছে। 

সচিবালয়ের ৭ নম্বর ভবনের দুতলায় ওঠার পরই পোড়া গন্ধ নাকে আসে এবং মেঝেতে ছাইয়ের কালো দাগ দেখা যায়। লিফটটি বন্ধ রয়েছে, তবে পাঁচ তলা পর্যন্ত ওঠার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। ভবনে পানির সরবরাহ বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ চালু রয়েছে।

আগুন লাগার পর থেকে সচিবালয়ে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আজ থেকে সব কর্মকর্তা-কর্মচারীদের বহন করা গাড়িও প্রবেশ করতে পারছে। 

এদিন দুপুরে ৭ নম্বর ভবন পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান। তিনি সাংবাদিকদের বলেন, "আগুনে ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলোর সংস্কার কাজ শেষ করতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে। আশা করছি, এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।"

গত ২৫ ডিসেম্বর দিবাগত রাত ২টার কিছু আগে আগুন লাগে, এবং ছয় ঘণ্টা চেষ্টা করার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি আগুন নিভতে প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছিল।

এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, বৈদ্যুতিক 'লুজ কানেকশন' থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow