সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে মেয়েদের সকল ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ নারী দল সেন্ট কিটসে স্বাগতিক দলের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে। আগামী বছরের ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে সফরে অন্তত দুটি ওয়ানডে জয় করতে হবে।

Jan 5, 2025 - 05:29
 0  2
সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে মেয়েদের সকল ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ নারী দল সেন্ট কিটসে স্বাগতিক দলের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে। আগামী বছরের ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে সফরে অন্তত দুটি ওয়ানডে জয় করতে হবে।

বাংলাদেশ নারীরা ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করায় বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৪ জানুয়ারি তারা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছাবে।

ওয়ানডে সিরিজটি শুরু হবে ১৯ জানুয়ারি। নিগার সুলতানা, নাহিদা আক্তারসহ অন্যরা পরবর্তী দুটি ম্যাচ খেলবেন ২১ ও ২৪ জানুয়ারি। 

তারপর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে তিনটি টি-২০ ম্যাচ। সব ম্যাচ সেন্ট কিটসে হবে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী লেইনফোর্ড ইনভেরারি বলেন, "ওয়ার্নার পার্ক দীর্ঘ সময় ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ভেন্যু। বাংলাদেশ নারী দলের সিরিজটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই ম্যাচগুলো শুধুমাত্র উচ্চমানের ক্রিকেটই উপহার দেবে না, সেন্ট কিটস এবং লেওয়ার্ড দ্বীপপুঞ্জের ক্রিকেট উন্নয়নে সাহায্য করবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow