বিশ্বকে চমকে দিতে মোদিকে দিলজিৎ যেভাবে পরামর্শ দিলেন

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ। ওই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। সাক্ষাতের সময় মোদিকে যে পরামর্শ দিয়েছেন, তাও জানিয়েছেন এই পাঞ্জাবি গায়ক।

Jan 5, 2025 - 05:21
 0  1
বিশ্বকে চমকে দিতে মোদিকে দিলজিৎ যেভাবে পরামর্শ দিলেন

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ। ওই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। সাক্ষাতের সময় মোদিকে যে পরামর্শ দিয়েছেন, তাও জানিয়েছেন এই পাঞ্জাবি গায়ক।

বিশ্বের নানা জায়গায় সংগীত বিষয়ক বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়। এ ধরনের উৎসব সম্পর্কে দিলজিৎকে জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রশ্ন করেন, এ ধরনের উৎসবগুলোতে কোন ভাষায় এবং কী ধরনের গান পরিবেশিত হয়। এর উত্তরে দিলজিৎ তার কিছু সুপারিশ করেন। 

দিলজিৎ বলেন, "স্যার, বিদেশে যেমন 'কোচেলা' (ক্যালিফোর্নিয়ার একটি বিখ্যাত সংগীত উৎসব) বা অন্যান্য উৎসব বিশাল আকার ধারণ করেছে, আমরা ভারতেও এমন কিছু আয়োজন করতে পারি। এমন একটি উৎসবে দেশ-বিদেশ থেকে অনেক মানুষ আসবে।"

এছাড়া, দিলজিৎ তার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, "আমাদের সংস্কৃতিতে বিরাট বৈচিত্র্য রয়েছে। যেমন— আমরা যখন কোনো ধাবায় খাবার খাচ্ছি, আর সেখানে কেউ রাজস্থানি গান গাইছেন, এটা কত অপূর্ব শোনাবে। এমন গান শুনলে মনে হয়, আমার গান গাওয়া বন্ধ করে দেওয়া উচিত। কারণ, এমন গায়করা কত অসাধারণ।"

তিনি মনে করেন, দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে থাকা সংগীতশিল্পীদের পরিচিতি পাওয়া উচিত। তাই মোদিকে পরামর্শ দিয়ে দিলজিৎ বলেন, "ভারতেও এমন বৃহৎ সংগীত উৎসব আয়োজন করা উচিত, যাতে বিশ্বের নানা স্থান থেকে মানুষ আসবে।"

এসময় তিনি আরও বলেন, "ভারত সৃজনশীলতার একটি কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিত হতে পারবে। একবার আমি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাদের দেশের সংগীত সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি তাকে বলেছিলাম— আমাদের এখানে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পর ভিন্ন ধরনের সংগীত হয়। আমাদের এখানে ভিন্ন অনুভূতির জন্য ভিন্ন ধরনের সংগীত রয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow