বাইডেনের 'প্রেসিডেন্সিয়াল মেডেল' নিতে কেন যাননি মেসি?
কিছুদিন পরই হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন জো বাইডেন। বিদায়ের আগে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করেছেন।
কিছুদিন পরই হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন জো বাইডেন। বিদায়ের আগে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করেছেন। ওই তালিকায় জায়গা পেয়েছিলেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসিও। তবে বিদায়ী প্রেসিডেন্টের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করতে যাননি মেসি।
জো বাইডেনের কাছ থেকে সরাসরি মেডেল গ্রহণ না করায় এর কারণ বা পেছনের কারণ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে।
What's Your Reaction?