ব্যাটিংয়ে ব্যর্থতার পর দুর্দান্ত বোলিংয়ে ভারতের লিড

বাঁচামরার টেস্টে ব্যাটিংয়ে ভারতের পারফরম্যান্স ছিল অপ্রত্যাশিত। প্রথম ইনিংসে তারা অলআউট হয় মাত্র ১৮৫ রানে। তবে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতের পেস আক্রমণ, বিশেষ করে জাসপ্রিত বুমরাহ, স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৮১ রানে অলআউট করে সিডনি টেস্টে ৪ রানের লিড নিয়ে নেয়।

Jan 4, 2025 - 05:18
 0  1
ব্যাটিংয়ে ব্যর্থতার পর দুর্দান্ত বোলিংয়ে ভারতের লিড

বাঁচামরার টেস্টে ব্যাটিংয়ে ভারতের পারফরম্যান্স ছিল অপ্রত্যাশিত। প্রথম ইনিংসে তারা অলআউট হয় মাত্র ১৮৫ রানে। তবে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতের পেস আক্রমণ, বিশেষ করে জাসপ্রিত বুমরাহ, স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৮১ রানে অলআউট করে সিডনি টেস্টে ৪ রানের লিড নিয়ে নেয়।

প্রথম দিনে অস্ট্রেলিয়াকে ১৮৫ রানে অলআউট করে ভারতের বোলাররা। এরপর, অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে শেষ বিকেলে ১ উইকেটে ৯ রান তুলেছিল। দ্বিতীয় দিন ভারতের পেস আক্রমণ, বিশেষ করে মোহাম্মদ সিরাজ এবং প্রাসিধ কৃষ্ণার দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়া দলের ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলতে হয়। 

এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও অস্ট্রেলিয়া খুব বেশি সুবিধা পায়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পর, তারা ৫১ ওভারে মাত্র ১৮১ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার পক্ষে দলীয় সর্বোচ্চ ৫৭ রান করেন ব্যাটার বিউ ওয়েবস্টার। ভারতের বোলারদের মধ্যে সিরাজ ও প্রাসিধ তিনটি করে উইকেট নেন, এবং বুমরাহ ও রেড্ডি দুটি করে উইকেট তুলে নেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে। খুবই আগ্রাসী ক্রিকেট খেলছে তারা, এবং ২ ওভারে ইতিমধ্যেই ১৬ রান তুলেছে। দলকে পথ দেখাচ্ছেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow