৬৪ বছরের অভিনেতার সঙ্গে ‘অশালীন’ নাচ, সমালোচনার মুখে উর্বশী

বর্তমানে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা ও সমালোচনার শিকার। তার ‘অশালীন’ নাচের কারণে এই সমালোচনা উঠেছে, যা ৬৪ বছর বয়সী অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে ছিল।

Jan 4, 2025 - 05:15
 0  0
৬৪ বছরের অভিনেতার সঙ্গে ‘অশালীন’ নাচ, সমালোচনার মুখে উর্বশী

বর্তমানে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা ও সমালোচনার শিকার। তার ‘অশালীন’ নাচের কারণে এই সমালোচনা উঠেছে, যা ৬৪ বছর বয়সী অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে ছিল।

২ জানুয়ারি মুক্তি পায় ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গানটি, যেখানে উর্বশী ও নন্দমুরি একসঙ্গে নাচ করেছেন। নেটিজেনদের মতে, এই নাচের দৃশ্য অত্যন্ত অশালীন এবং প্রকাশ্যে এমন নৃত্য প্রদর্শন করার জন্য তারা প্রশ্ন তুলছেন। এই গান মুক্তির পরেই দর্শকরা উর্বশী ও নন্দমুরির বয়সের ব্যবধান নিয়েও কটাক্ষ করছেন।

নন্দমুরি বালাকৃষ্ণের বয়স বর্তমানে ৬৪ বছর, তিনি একজন অভিনেতা এবং রাজনীতিবিদ। আর উর্বশী রাউতেলার বয়স মাত্র ৩০ বছর। এমন এক বয়সের ব্যবধান নিয়ে নাচের দৃশ্য তুলে ধরার জন্য নেটিজেনরা তাদের সমালোচনা করছেন। কিছু নেটিজেন নির্মাতাদেরও দায়ী করছেন, কেন তারা এমন দৃশ্যের পরিকল্পনা করেছেন।

এই নাচের ভিডিও দেখে একজন নেটিজেন মন্তব্য করেছেন— "এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন? অভিনেতারা কীভাবে এসব করতে রাজি হন! একেবারে অশালীন।" আরেক নেটিজেন লিখেছেন, "অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এসব দৃশ্যের মাধ্যমেই তো ছবির প্রচার হচ্ছে।" কিছু দর্শক দাবি করেছেন, নারীদের জন্য এ ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।

‘ডাকু মহারাজ’ ছবিতে নন্দমুরি ও উর্বশী ছাড়াও আছেন অভিনেতা ববি দেওল, দুলকার সালমান, পায়েল রাজপুত, প্রকাশ রাজ, রণিত রায়সহ আরও অনেকে। ছবিটি আগামী ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow