টালিউড অভিনেতা জিতের জন্মদিন ছিল গতকাল শনিবার, এবং এবারের জন্মদিন ছিল তার জন্য একেবারেই অন্যরকম। বলিউড বাদশাহ শাহরুখ খানের আদলে তিনি উদযাপন করলেন তার বিশেষ দিনটি।
বয়স শুধুই একটি সংখ্যা, এমনটাই প্রমাণ করলেন জিৎ। তার জন্মদিনে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা, অগণিত কেক এবং উচ্ছ্বল পরিবেশে রঙিন হয়ে উঠল তার দিন। মাঝরাতে তার বাড়ির সামনের রাস্তায় তরুণ-তরুণীদের উল্লাস, যারা মনের আনন্দে বাজি পোড়াচ্ছিলেন। তারা জিতের জন্মদিন উদযাপন করছিলেন। ভক্তদের সামনে হাসি মুখে বারান্দায় উপস্থিত হন জিৎ, তাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
সকাল হওয়ার পর আবারও বাড়ির সামনে ভক্তদের ঢল। নির্দিষ্ট সময়ে সাদা-কালো শার্ট, কালো ট্রাউজার্সে দোতলার বারান্দায় হাজির হন তিনি, সঙ্গী তার স্ত্রী মোহনা, মেয়ে নবন্যা, ছেলে রোনাভ, বাবা ও ভাই। নায়ক হাত নেড়ে দর্শকদের সঙ্গে সাক্ষাৎ করেন, তারপর তার মুখে শত্রু ১ সিনেমার বিখ্যাত সংলাপ “আমি কোনো ঈশ্বর নই যে ছেড়ে দেব, আর রাক্ষস নই যে মেরে দেব” শোনা যায়। এ সময় তার ‘বস’ ছবির গান বাজছিল। উল্লাসিত ভক্তদের সঙ্গে ছবি তোলেন জিৎ।
জন্মদিনের আরেকটি আকর্ষণ ছিল কেক কাটা। ভক্তদের সাথে সময় কাটানোর পর তিনি একতলায় চলে যান, যেখানে রাখা ছিল নানা স্বাদের কেক—রেড ভেলভেট, চকোলেট, ভ্যানিলা, ব্ল্যাকফরেস্ট। নেপথ্যে পরিবার এবং একাধিক ভক্তদের উপস্থিতি ছিল, যাদের সঙ্গেই জিৎ একে একে কেক কাটেন।
এদিকে, জিতের জন্মদিনে তার ভক্তরা পেলেন এক সুখবর। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘লায়ন’ সিনেমা, যেখানে নায়ক হিসেবে দেখা যাবে জিৎকে। কলকাতার নির্মাতা শ্যামসুন্দর দে এবং বাংলাদেশের নির্মাতা রায়হান রাফীর এ ছবির নায়ক তিনি। জন্মদিনে ‘লায়ন’ কেক কাটার পাশাপাশি, বাংলাদেশ থেকেও তিনি শুভেচ্ছা পেয়েছেন।i