রোনাল্ডো বক্সে, মেসি পুরো মাঠেই ভয়ঙ্কর: রদ্রি

মেসি না রোনাল্ডো? প্রায়ই এমন প্রশ্নে জর্জরিত থাকতে হয় বর্তমান ও সাবেক ফুটবলারদের। দীর্ঘ ক্যারিয়ারে এই দুই কিংবদন্তি লড়াইটিকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, যা অন্য কোনো ফুটবলারের কাছে পৌঁছানো সম্ভব নয়। সাফল্য, অর্জন এবং রেকর্ডের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়েছেন, যা তাদের আলাদা করেছে বাকিদের থেকে।

Nov 21, 2024 - 10:12
 0  0
রোনাল্ডো বক্সে, মেসি পুরো মাঠেই ভয়ঙ্কর: রদ্রি

মেসি না রোনাল্ডো? প্রায়ই এমন প্রশ্নে জর্জরিত থাকতে হয় বর্তমান ও সাবেক ফুটবলারদের। দীর্ঘ ক্যারিয়ারে এই দুই কিংবদন্তি লড়াইটিকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, যা অন্য কোনো ফুটবলারের কাছে পৌঁছানো সম্ভব নয়। সাফল্য, অর্জন এবং রেকর্ডের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়েছেন, যা তাদের আলাদা করেছে বাকিদের থেকে।

এজন্যই দুই ফুটবলার মেসি ও রোনাল্ডোর মধ্যে কে সেরা, এমন প্রশ্নে গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীরা দুই ভাগে ভাগ হয়ে যান। এবার এই প্রশ্নের মুখে পড়েছেন সদ্য ব্যালন ডি’অর জয়ী ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

ভিয়ারিয়াল এবং অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় রদ্রি মেসি ও রোনাল্ডোর মুখোমুখি হয়েছেন, তাই তাদের সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে রদ্রি দুজনকে নিয়ে তার মতামত প্রকাশ করেছেন।

‘এল হরমিগুয়েরো’তে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেন, ‘যারা খেলোয়াড় হিসেবে তাদের মুখোমুখি হয়েছেন, তারা জানেন তাদের পার্থক্য। মেসি সর্বকালের সেরা ফুটবলার। আর রোনাল্ডো কোনো সহজাত প্রতিভা ছাড়া মেসির মোকাবিলা করেছেন।’

দুজনের পার্থক্য সম্পর্কে উদাহরণ দিয়ে রদ্রি বলেন, ‘রোনাল্ডোর বিপক্ষে খেলার সময় আমরা চাইতাম না সে বক্সে প্রবেশ করুক, কারণ বক্সের ভেতর সে ভয়ংকর। কিন্তু মেসি মাঠের যেকোনো জায়গায় বল পেলেই বিপজ্জনক হয়ে ওঠে। মেসি যখন বল পায়, তখন আপনি জানেন বিপদ আসছে। মেসির মুখোমুখি হলে আমি তার কাছ থেকে বলটি কেড়ে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সে এমনভাবে চলে যেত যেন আপনি সেখানে ছিলেনই না! তার পায়ে বল যাওয়া মানেই মনে হতো খারাপ কিছু হতে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow