৭১% মানুষের বিশ্বাস, দেশ সঠিক পথে অগ্রসর হচ্ছে।
ডেস্ক রিপোর্টঃ ৭১ শতাংশ মানুষ মনে করেন দেশ সঠিক পথে অগ্রসর হচ্ছে। অন্যদিকে ৮১ শতাংশ মানুষ চান অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম শেষ করতে যত দিন প্রয়োজন, তত দিন ক্ষমতায় থাকুক। ‘পালস সার্ভে ২০২৪: জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এই জরিপ পরিচালনা করেছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়।
জরিপে ২ হাজার ৩৬৩ জন মানুষের মতামত নেওয়া হয়েছে, যেখানে দেশের বিভিন্ন দিক নিয়ে মতামত সংগ্রহ করা হয়েছে। এই জরিপটি পরিচালিত হয় ২২ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে। বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম হাসান জরিপের ফলাফল উপস্থাপন করেন।
জরিপে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বিষয়ে দুটি প্রশ্ন ছিল। এতে ৮১ শতাংশ মানুষ মনে করেন, সংস্কার শেষ করতে যত দিন প্রয়োজন, তত দিন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা উচিত। অপরদিকে ১৩ শতাংশ মানুষ মনে করেন, দ্রুত নির্বাচন দিয়ে সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।
অন্য একটি প্রশ্নে সরকারের মেয়াদ নিয়ে মতামত নেওয়া হয়। ৩৮ শতাংশ মানুষ মনে করেন, সরকারের মেয়াদ তিন বছর বা তার বেশি হওয়া উচিত। ২২ শতাংশ মানুষ ছয় মাসের মেয়াদ সমর্থন করেন।
অর্থনীতি দেশের প্রধান সমস্যা বলে ৪০ শতাংশ মানুষ মনে করেন। ১৫ শতাংশ মানুষ বন্যাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন এবং ১৩ শতাংশ রাজনৈতিক অস্থিরতার কথা বলেছেন। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে ৭ শতাংশ মানুষ দেশের প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।
What's Your Reaction?