বুমরাহকে নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর হাস্যরসাত্মক মন্তব্য

জাসপ্রিত বুমরাহ—এখনকার সময়ের অন্যতম সেরা বোলার। তাঁর নাম শুনলেই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মাঝে ভয় ঢুকে যায়। আর সেই বুমরাহ নিয়েই এবার রসিকতায় মেতে উঠলেন অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

Jan 2, 2025 - 05:03
 0  2
বুমরাহকে নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর হাস্যরসাত্মক মন্তব্য

জাসপ্রিত বুমরাহ—এখনকার সময়ের অন্যতম সেরা বোলার। তাঁর নাম শুনলেই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মাঝে ভয় ঢুকে যায়। আর সেই বুমরাহ নিয়েই এবার রসিকতায় মেতে উঠলেন অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম চার টেস্টে ১২.৮৩ গড়ে ৩০ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার বুমরাহ, যা দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের চেয়ে ১০টি বেশি। আর সেই বুমরাহকেই এবার ডান হাতে বোলিং করতে নিষেধ করেছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী।

এটি অবশ্য ছিল নিছক মজার ছলে। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ টেস্টে মাঠে নামার আগে, বুধবার সিডনির কিরিবিলি হাউজে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ ও তাঁর বাগদত্তা জোডি হেডেনের আয়োজনে নতুন বছরের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিল দুই দল। সেখানেই বুমরাহকে নিয়ে মজা করেন অ্যালবানিজ।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’-এর প্রতিবেদনে বলা হয়, দেড় ঘণ্টার এই অনুষ্ঠানে বুমরাহর বোলিংয়ের প্রশংসা করেন অ্যালবানিজ। শতাধিক অতিথির সামনে তিনি হাসতে হাসতে বলেন, “আমরা এখানে একটি আইন পাস করতে পারি, যার ফলে তাকে বাঁ হাতে বা এক স্টেপ নিয়ে বল করতে হবে। কারণ তিনি যতবার বোলিংয়ে এসেছেন, ততবারই খুব ভয়ঙ্কর ছিলেন।”

এছাড়া, একই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার তরুণ সেনসেশন স্যাম কনস্টাসেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন অ্যালবানিজ। গত নভেম্বরে ভারতের বিপক্ষে প্রাইম মিনিস্টার’স একাদশের হয়ে সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর বয়সী ওপেনার। মেলবোর্নে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে তিনি উপহার দেন আগ্রাসী ফিফটি, যেখানে বুমরাহর এক ওভারে ১৮ রান তুলে ফেলে। এই ব্যাটসম্যান বুমরাহকে ছক্কাও হাঁকিয়েছিলেন, যা রীতিমতো হইচই ফেলেছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow