বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের বিরোধ; জানা গেল বিস্তারিত

বিপিএল-এর ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সচিব মাহফুজুল আলম। যদিও মাহফুজুল এই অভিযোগ অস্বীকার করেছেন।

Jan 2, 2025 - 05:25
 0  2
বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের বিরোধ; জানা গেল বিস্তারিত

বিপিএল-এর ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সচিব মাহফুজুল আলম। যদিও মাহফুজুল এই অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনাটি ঘটেছে ৩০ ডিসেম্বর, বিপিএলের উদ্বোধনী ম্যাচের দিন। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী দলের ম্যাচ দিয়ে শুরু হয় বিপিএলের ১১তম আসর। কিন্তু তার আগে টিকিট কাটা নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দেখা যায়। এ বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট বক্সে ফারুক আহমেদের সঙ্গে আলোচনা করছিলেন মাহফুজুল এবং তার সঙ্গে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এক পর্যায়ে এই আলোচনা দ্বন্দ্বে রূপ নেয়।

ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা টিকিট নিয়ে বিশৃঙ্খলা, গ্যালারিতে সাঈদ কর্নার ও দর্শকদের বিনামূল্যে পানি সরবরাহের দেরি এবং আন্দোলনে আহতদের জন্য সৌজন্য টিকিট পেতে দেরি হওয়া নিয়ে বিসিবি সভাপতির কাছে অসন্তোষ প্রকাশ করেন। ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিসিবি সভাপতি ফারুক আহমেদও এসব অব্যবস্থাপনা নিয়ে বিরক্ত ছিলেন। কথোপকথনের এক পর্যায়ে মাহফুজ উত্তেজিত হয়ে ফারুক আহমেদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাকে বলেন, ‘আপনি কীভাবে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, তা আমাদের জানা আছে।’

কথা–কাটাকাটি বাড়তে না দেওয়ার জন্য উপস্থিত অন্যরা তাদের শান্ত করেন। ওই সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও বিপিএলের টাইটেল স্পনসর ডাচ্–বাংলা ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা এবং বিসিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিসিবি সভাপতির সঙ্গে অশোভন আচরণে ক্ষোভ প্রকাশ করে এক কর্মকর্তা জানান, ‘প্রেস সেক্রেটারির এমন আচরণ বিসিবি সভাপতির জন্য বিব্রতকর এবং ক্রীড়া উপদেষ্টার ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। প্রেসিডেন্ট বক্সে সবাই আমন্ত্রিত অতিথি হিসেবে আসেন, সেখানে তার সঙ্গে এমন আচরণ মানা যায় না।’

এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মন্তব্য করতে রাজি না হলেও, প্রেস সচিব মাহফুজ দাবি করেছেন, তিনি ফারুক আহমেদের সঙ্গে অশোভন আচরণ করেননি। তিনি বলেন, ‘প্রথমে টিকিট কাটার অনিয়ম এবং অন্যান্য অব্যবস্থাপনা নিয়ে আলোচনা হচ্ছিল। তাতে উত্তপ্ত কিছু হয়নি, স্বাভাবিক কথাবার্তা হয়েছিল। এমন কিছু হয়নি যা অপ্রীতিকর।’

তিনি আরও বলেন, ‘আমি এমন কিছু বলিনি যা কেউ ভুলভাবে বুঝে। এসব ঘটনা যদি কেউ ভুলভাবে ব্যাখ্যা করে, তা দুঃখজনক।’

এছাড়া, মাহফুজের সঙ্গে থাকা এক ব্যক্তি পুরো ঘটনা মোবাইলে ভিডিও করেন। তবে বিসিবি সদস্যরা তা দেখতে পেয়ে মোবাইলটি নিয়ে সেটি রিবুট করে আবার ওই ব্যক্তিকে ফেরত দেন। পরে জানা যায়, ওই ব্যক্তি নির্ধারিত পাস ছাড়া প্রেসিডেন্ট বক্সে প্রবেশ করেছিলেন, যার জন্য তাকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow