অজয়ের সংসার ছেড়ে চলে যেতে চেয়েছিলেন কাজল, জানালেন কারণ

বলিউড তারকা কাজল ও অজয় দেবগণ—একসঙ্গে প্রেমে পড়েছিলেন, এবং তারপর একে অপরের জীবনে জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে সুখে সংসার করছেন এই তারকা দম্পতি।

Dec 30, 2024 - 06:09
 0  5
অজয়ের সংসার ছেড়ে চলে যেতে চেয়েছিলেন কাজল, জানালেন কারণ

বলিউড তারকা কাজল ও অজয় দেবগণ—একসঙ্গে প্রেমে পড়েছিলেন, এবং তারপর একে অপরের জীবনে জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে সুখে সংসার করছেন এই তারকা দম্পতি। তবে, প্রশ্ন ওঠে—তাদের সম্পর্ক কি কখনো কোনো ঝড়-বৃষ্টির সম্মুখীন হয়নি? অজয় দেবগণের জীবনেও কি কখনো পরকীয়া বা সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়নি? আসলে, এক সময় এই দম্পতির সম্পর্ক নিয়েও বেশ কিছু গুঞ্জন ছিল।

বলিউডে শোনা যায় যে, অজয় দেবগণের জীবনেও একসময় পরকীয়ার গসিপ উঠেছিল। এক ছবির শুটিং সেটে, তিনি নাকি বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন এক অভিনেত্রীর সঙ্গে। আর সেই অভিনেত্রী ছিলেন—কঙ্গনা রানাওয়াত।  

তারা একসঙ্গে কাজ করেছিলেন 'ওয়ান্স আপঅন আ টাইম ইন মুম্বাই' ছবিতে। ছবির শুটিংয়ের সময় থেকেই গসিপ ছড়িয়ে পড়তে থাকে। বলা হচ্ছিল, শুটিংয়ের মাঝে অজয় ও কঙ্গনা বেশ কিছুটা সময় একসঙ্গে কাটান, একে অপরের পাশে থাকেন, একসঙ্গে লাঞ্চ করেন। এইসব গুঞ্জন এমনভাবে ছড়িয়ে পড়ে যে, কাজলের কানেও পৌছে যায়। 

কাজল এমন সংবাদ শুনে মোটেও নিরব থাকেননি। তিনি স্পষ্টভাবে অজয়কে জানিয়ে দেন, "যদি এটা চলতে থাকে, আমি সংসার ছেড়ে চলে যাব।" তবে, অজয় দেবগণ সেই গসিপের কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে খুব শীঘ্রই বিষয়টিকে সামলে নেন। রাতারাতি যেন সব কিছু ভুলে গেলেন তারা। 

কিছুদিনের মধ্যে, এই সম্পর্কের ভাঙন নিয়ে যে জল্পনা পুরো বলিউডে ছড়িয়ে পড়েছিল, সেটাও চুপচাপ মিলিয়ে যায়। অজয় দেবগণ জানতেন কিভাবে তার সংসারকে অটুট রাখতে হয়, এবং তিনি তার সংসার রক্ষা করতে সফল হন। 

এমন ঘটনা শুধু অজয় দেবগণ নয়, অন্যান্য বলিউড তারকার জীবনেও ঘটেছে। যেমন—অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং আরও অনেকেই, যারা পরকীয়া বা সম্পর্কের গসিপের বিষয়ে কান না দিয়ে, সময়মতো সব কিছু সঠিকভাবে সামাল দিয়েছেন। এর ফলে, আজও তারা বলিউডের সফল এবং সুখী দম্পতি হিসেবে পরিচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow