বিজিবির ১১০০ নারী সৈনিক, কোনো অংশে কম নন তারা

সীমান্ত রক্ষা করার গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে দক্ষতার সঙ্গে পালন করছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় ১,১০০ নারী সদস্য। এক সময় নারী সদস্য ছাড়া এই বাহিনী চললেও এখন সরাসরি অস্ত্র হাতে সীমান্ত পাহারা দিচ্ছেন তারা।

Jan 2, 2025 - 06:41
 0  2
বিজিবির ১১০০ নারী সৈনিক, কোনো অংশে কম নন তারা

সীমান্ত রক্ষা করার গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে দক্ষতার সঙ্গে পালন করছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় ১,১০০ নারী সদস্য। এক সময় নারী সদস্য ছাড়া এই বাহিনী চললেও এখন সরাসরি অস্ত্র হাতে সীমান্ত পাহারা দিচ্ছেন তারা। শুধু সংসারের দায়িত্ব নয়, নিজের দেশের রক্ষায় শক্ত হাতে অবদান রাখার প্রমাণ সওরাও এসব নারী সীমান্তরক্ষীরা। তাদের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে অনেক তরুণী বিজিবিতে যোগ দিতে আগ্রহী হচ্ছেন।

বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিঅ্যান্ডসি) সর্বশেষ মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ১০২তম রিক্রুট ব্যাচের ৬৯৫ জন সদস্য, যার মধ্যে ৪৬ জন নারী। এই নারী সদস্যদের মধ্যে শারীরিক কসরতে প্রথম স্থান অধিকার করেছেন আদিবাসী তরুণী নুখিংসাই মার্মা।

মঙ্গলবার প্যারেড মাঠে নুখিংসাই মার্মা বলেন, ছোটবেলা থেকেই বিজিবির প্রশিক্ষণ এবং চ্যালেঞ্জ নিয়ে দেশ রক্ষার দায়িত্ব পালন করতে দেখে আসছেন। কিছু বছর আগে সীমান্তে নারী বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখে তিনি নিজেও স্বপ্ন দেখেন এই বাহিনীতে যোগ দেওয়ার। তার সেই স্বপ্ন এবার বাস্তবায়িত হলো, এবং এখন থেকে তিনি বিজিবির একজন সক্রিয় সদস্য।

তিনি আরও বলেন, “অস্ত্র চালনাসহ সব ধরনের প্রশিক্ষণ রপ্ত করেছি। এখন জীবনের শেষ পর্যন্ত এই ভূখণ্ড রক্ষায় দায়িত্ব পালন করতে চাই।” তার এই সিদ্ধান্তে সহায়তা দেওয়ার জন্য তিনি তার কৃষক বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

নুখিংসাই মার্মার মতো আরো অনেক তরুণী এখন বিজিবিতে যোগ দিচ্ছেন। ২০১৬ সালের ৫ জুন প্রথমবারের মতো ৯৭ জন নারী সদস্য বিজিবিতে যোগ দেন। এরপর প্রতি বছর নারী সৈনিকদের নিয়োগ দেওয়া হয়। বর্তমানে বিজিবিতে নারী সৈনিকের সংখ্যা প্রায় ১,১০০ জন।

বিজিবির একজন কর্মকর্তা জানান, "বিজিবির নারী সৈনিকরা পুরুষ সৈনিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছে। তারা সীমান্তে চোরাচালান দমনে, পেট্রোলিং, চেকপোস্ট ডিউটি, নারী চোরাচালানিদের চেক করা সহ যেকোনো দায়িত্ব সুচারুভাবে পালন করছেন।"

বিজিবি বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং এখন নারীরাও এর অংশীদার। নারী সদস্যরা অপারেশনাল কার্যক্রমেও অংশ নিচ্ছেন, যা তাদের দক্ষতার পরিচয় দেয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow