নতুন বছরে ভালোবাসা চাইলেন সাবেক হার্দিক পত্নী

চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে ২০২৪ সালটি পেরিয়েছে। সংসার ভেঙেছে, বছরটি ভালো যায়নি। মন ভাঙলেও ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছেন। বিচ্ছেদের পরও কাজ শুরু করেছেন। তবে ২০২৪ সালটি বিচ্ছেদের পরও নিজের পছন্দের বছর বলেই জানিয়েছেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সাবেক স্ত্রী, সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচ।

Jan 2, 2025 - 05:45
 0  1
নতুন বছরে ভালোবাসা চাইলেন সাবেক হার্দিক পত্নী

চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে ২০২৪ সালটি পেরিয়েছে। সংসার ভেঙেছে, বছরটি ভালো যায়নি। মন ভাঙলেও ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছেন। বিচ্ছেদের পরও কাজ শুরু করেছেন। তবে ২০২৪ সালটি বিচ্ছেদের পরও নিজের পছন্দের বছর বলেই জানিয়েছেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সাবেক স্ত্রী, সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচ। তবে নতুন বছর ২০২৫ নিয়ে তিনি আরও বেশি আশাবাদী। তার মতে, এই নতুন বছরটি অনেক ভালো কাটবে।

সম্প্রতি ছেলে অগস্ত্যের সঙ্গে একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নাতাশা তার ভক্ত-অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ২০২৪ সাল নাতাশাকে অনেক কিছু শিখিয়েছে, এমনও জানিয়েছেন তিনি।

নাতাশা লিখেছেন, “২০২৪, তোমাকে খুব ভালো লেগেছে। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ, যার জন্য আমি কৃতজ্ঞ থাকব।” তিনি আরও বলেন, “প্রার্থনা করি, ২০২৫ যেন শান্তি, আনন্দ ও ভালোবাসা নিয়ে আসে জীবনে।”

এদিকে, ২০২০ সালে হার্দিক পান্ডিয়াকে বিয়ে করেছিলেন নাতাশা স্তানকোভিচ। তাদের প্রথম সন্তান অগস্ত্যকে কোলে নিয়ে আসেন। ২০২৩ সালে তারা পুনরায় হিন্দু ও খ্রিস্টমতে বিয়ে করেন। কিন্তু ২০২৪ সালে সেই দাম্পত্যে চিড় ধরে। জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা দেন তারা, এবং এরপর একাধিক কটাক্ষের শিকার হন নাতাশা।

বিচ্ছেদের পর কিছু সময়ের জন্য ছেলেকে নিয়ে সার্বিয়ায় চলে যান নাতাশা। পরে তিনি ভারতে ফিরে এসে হাতে কাজ নিয়ে আবারও কাজ শুরু করেন। একটি মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন করেন তিনি। এর পাশাপাশি একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্টও করেছেন নাতাশা। একটি পোস্টে তিনি লিখেছিলেন, “ভালোবাসা ধৈর্যশীল, ভালোবাসা দয়ালু। তার মধ্যে কোনো হিংসা নেই, জাহির করার প্রবণতাও নেই। ভালোবাসা কাউকে পরিত্যাগ করে না, ভালোবাসা রক্ষা করে, বিশ্বাস করতে শেখায়, আশা জাগায় এবং সবসময় আগলে রাখে। ভালোবাসা কখনো হারে না।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow