এবার ট্রাম্পের হোটেলের সামনে সাইবারট্রাকে বিস্ফোরণ, নিহত ১

নিউ অরলিন্সে গাড়ি চাপায় ১৫ জন নিহত হওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের সামনে টেসলা সাইবারট্রাকে বিস্ফোরণ ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

Jan 2, 2025 - 06:08
 0  2
এবার ট্রাম্পের হোটেলের সামনে সাইবারট্রাকে বিস্ফোরণ, নিহত ১

নিউ অরলিন্সে গাড়ি চাপায় ১৫ জন নিহত হওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের সামনে টেসলা সাইবারট্রাকে বিস্ফোরণ ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা এএফপির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেন, "বড় ধরনের বিস্ফোরণের আগে" বৈদ্যুতিক গাড়িটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচের প্রবেশপথ পর্যন্ত চলে যায়। 

ভিডিও ফুটেজে দেখা গেছে, হোটেলের প্রবেশপথে সাইবারট্রাকটিতে দাউ দাউ করে আগুন ধরে যাওয়ার আগে, সেটিতে ছোট বিস্ফোরণ ঘটে।

ম্যাকমাহিল আরও জানান, সাইবারট্রাকের ভেতরে "একজন মৃত ব্যক্তি" ছিলেন এবং সাতজন সামান্য আহত হয়েছেন।

এদিকে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে টেসলার প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, বিস্ফোরণটি “খুব বড় আতশবাজি” কিংবা “ভাড়া করা সাইবারট্রাকটিতে বহন করা একটি বোমা থেকে” সৃষ্ট। তিনি দাবি করেছেন যে, এটি গাড়ির সঙ্গে সম্পর্কিত নয়।

এছাড়া তিনি জানান, টেসলার সিনিয়র টিম বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে এবং বলেন, "আমরা এর আগে কখনো এমন ঘটনা দেখিনি।"

তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তারা এর কারণ খুঁজে বের করার কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow