ভোটার তালিকার খসড়া প্রকাশ, যুক্ত হচ্ছে ১৮ লাখেরও বেশি নতুন ভোটার

হালনাগাদে নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

Jan 2, 2025 - 06:23
 0  2
ভোটার তালিকার খসড়া প্রকাশ, যুক্ত হচ্ছে ১৮ লাখেরও বেশি নতুন ভোটার

হালনাগাদে নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি জানান, দাবি, আপত্তি ও নিষ্পত্তির পর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বর্তমানে বিদ্যমান ভোটার তালিকার মাধ্যমে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।

গত ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার ছিল। 

এবার জানুয়ারিতে নতুন ভোটার হিসেবে যুক্ত হবে ১৮ লাখের বেশি। 

২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হবেন, তাদের হালনাগাদ তালিকায় যুক্ত করা হবে।

ভোটার তালিকা হালনাগাদ শেষে বাদ পড়া ও ভোটারযোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন নতুন কমিশন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow