সচিবালয়ে আগুন: আজ প্রাথমিক প্রতিবেদন পেশ করবে তদন্ত কমিটি

অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

Dec 30, 2024 - 05:01
 0  1
সচিবালয়ে আগুন: আজ প্রাথমিক প্রতিবেদন পেশ করবে তদন্ত কমিটি

অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। তিনি বলেন, তদন্ত কমিটি প্রমাণাদি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে। রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য দেন তিনি।

উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, "সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান রোববার জানিয়েছেন, তারা প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। তদন্ত কাজ চলমান রয়েছে এবং এর অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। কিছু আলামত দেশে পরীক্ষাও করা হয়েছে, তবে যদি তদন্ত কমিটি প্রয়োজন মনে করে, কিছু আলামত বিদেশে পাঠিয়ে পরীক্ষা করা হতে পারে।"

গত বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটে। রাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ১২টা বাজে। এই অগ্নিকাণ্ডে সাত নম্বর ভবনের ৬, ৭, ৮ এবং ৯ তলা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে অষ্টম ও নবম তলায় বেশি ক্ষতি হয়েছে, যেখানে অধিকাংশ নথি পুড়ে গেছে। 

এগুলোর মধ্যে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি দপ্তর রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow