নিখোঁজ হওয়ার ৫ দিন পর উদ্ধার হলো যুবকের লাশ
ফরিদপুরের নগরকান্দায় পাঁচদিন নিখোঁজ থাকার পর এক ব্যক্তির অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম কামাল মৃধা (৪২)। তার লাশ শনিবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের পেঁয়াজের জমি থেকে উদ্ধার করা হয়।
ফরিদপুরের নগরকান্দায় পাঁচদিন নিখোঁজ থাকার পর এক ব্যক্তির অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম কামাল মৃধা (৪২)। তার লাশ শনিবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের পেঁয়াজের জমি থেকে উদ্ধার করা হয়।
কামাল মৃধা একই গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে। ৩০ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন, এরপর তার খোঁজ পেতে পারেনি তার পরিবার।
রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির জানান, ভোজেরডাঙ্গী এলাকা ফরিদপুর জেলা শহরের সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদক ব্যবসা, জুয়া সহ বিভিন্ন অপরাধ চর্চা হয়ে থাকে। তবে কামাল মৃধাকে কে বা কারা এবং কেন হত্যা করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, পেঁয়াজের জমি থেকে কামাল মৃধার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?