তাবলিগ জামাতের দুই পক্ষকে নতুন নির্দেশনা দিলো সরকার

তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম পরিচালনা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

Dec 30, 2024 - 05:07
 0  2
তাবলিগ জামাতের দুই পক্ষকে নতুন নির্দেশনা দিলো সরকার

তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম পরিচালনা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

রোববার এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম। 

প্রজ্ঞাপনে বলা হয়, মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সা’দের অনুসারীরা যেসব জেলা ও উপজেলায় তাদের নিজ নিজ তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছেন, তাদের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট মসজিদে কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এর আগে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে চলমান বিভেদ এখন ব্যাপক আকার ধারণ করেছে। 

দ্বন্দ্বের কারণে একপক্ষ অপর পক্ষকে বাতিল বলে উল্লেখ করে নানা মন্তব্য করেছে, যার ফলে এই সংঘাত চরমে পৌঁছেছে। গত ১৭ ডিসেম্বর ভোরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। 

তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষের পর ২৬ ডিসেম্বর সরকার মাওলানা সা’দের অনুসারীদের কাকরাইল মসজিদে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়। একই সঙ্গে জুবায়েরপন্থীদের কাকরাইল মসজিদের আশপাশে বড় জমায়েত করা থেকেও বিরত থাকতে বলা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow