বিনামূল্যে হাসিনা-ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে থাকছেন, নতুন বিতর্কে টিউলিপ
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা একজন আবাসন ব্যবসায়ী। এই ফ্ল্যাটটির জন্য টিউলিপকে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা একজন আবাসন ব্যবসায়ী। এই ফ্ল্যাটটির জন্য টিউলিপকে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি। ফ্ল্যাটটি উপহার দেওয়া ব্যবসায়ীর নাম আবদুল মোতালিফ, যিনি ২০০৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালে টিউলিপ এই ফ্ল্যাটটি পান, যার দাম তখন ছিল ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (প্রায় ২ কোটি ৯৪ লাখ টাকা)। এখনো ওই ফ্ল্যাটটি টিউলিপের মালিকানায় রয়েছে। গত আগস্টে ওই এলাকার একটি ফ্ল্যাট ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে (প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা)।
টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা কার্যালয়ের প্রোপ্রাইটি অ্যান্ড এথিকস টিম। তবে তিনি দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
তবে, টিউলিপের মুখপাত্র দাবি করেছেন যে, তিনি কোনো ভুল করেননি এবং আওয়ামী লীগের সঙ্গে তার ফ্ল্যাট পাওয়ার কোনো সম্পর্ক নেই। আবদুল মোতালিফও ফ্ল্যাটটি টিউলিপকে দেওয়ার কথা স্বীকার করেছেন, তবে কীভাবে এটি ঘটেছে তা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
ফিন্যান্সিয়াল টাইমস জানায়, টিউলিপের মা-বাবা আবদুল মোতালিফকে আর্থিক সহায়তা করেছিলেন, তাই কৃতজ্ঞতার স্বীকার হিসেবে তিনি টিউলিপকে ওই ফ্ল্যাটটি উপহার দেন।
এছাড়া, টিউলিপের ভাইবোনরা কিছুদিন ওই ফ্ল্যাটে বসবাস করেছেন এবং তিনি এমপি হওয়ার সময় দুটি ফ্ল্যাটের ভাড়া থেকে আয় ঘোষণা করেছিলেন।
বর্তমানে আবদুল মোতালিফ দক্ষিণ-পূর্ব লন্ডনে বসবাস করছেন এবং মজিবুল ইসলাম নামে একজন ব্যক্তি তার ঠিকানায় বাস করছেন, যিনি ২০১৪-২০২৪ পর্যন্ত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
What's Your Reaction?