বৃষ্টি ও শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

দুদিনের ঘন কুয়াশার পর অবশেষে রাজধানী ঢাকায় দেখা দিয়েছে সূর্য। তাপমাত্রাও কিছুটা বেড়েছে ঢাকাসহ সারা দেশে। তবে আগামী ৯ জানুয়ারি থেকে দেশে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, সঙ্গে থাকবে বৃষ্টির পূর্বাভাসও, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

Jan 4, 2025 - 06:20
 0  1
বৃষ্টি ও শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

দুদিনের ঘন কুয়াশার পর অবশেষে রাজধানী ঢাকায় দেখা দিয়েছে সূর্য। তাপমাত্রাও কিছুটা বেড়েছে ঢাকাসহ সারা দেশে। তবে আগামী ৯ জানুয়ারি থেকে দেশে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, সঙ্গে থাকবে বৃষ্টির পূর্বাভাসও, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।" 

আবহাওয়াবিদ আরও জানান, "আজ থেকে দিন ও রাতের তাপমাত্রা দু-এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। তবে ঘন কুয়াশায় কোথাও কোথাও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।"

আগামী ৮ জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক। তিনি বলেন, "৯ জানুয়ারি থেকে দিন ও রাতের তাপমাত্রা আবারও কমে আসবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ।"

জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শীত বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow