আউট হতে ভুলে যাওয়া নায়ার থামলেন রেকর্ড ৫৪২ রানে
সেঞ্চুরি পর সেঞ্চুরি মেরে চলেছেন; যেন আউট হওয়া তার জন্য এক অচিন্তনীয় বিষয়। ক্রিকেটে ব্যাটারদের আউট হওয়া একটি স্বাভাবিক ঘটনা হলেও, তিনি টানা চার ম্যাচে অপরাজিত থাকার পর অবশেষে পঞ্চম ম্যাচে আউট হলেন ভারতের ক্রিকেটার করুন নায়ার।
সেঞ্চুরি পর সেঞ্চুরি মেরে চলেছেন; যেন আউট হওয়া তার জন্য এক অচিন্তনীয় বিষয়। ক্রিকেটে ব্যাটারদের আউট হওয়া একটি স্বাভাবিক ঘটনা হলেও, তিনি টানা চার ম্যাচে অপরাজিত থাকার পর অবশেষে পঞ্চম ম্যাচে আউট হলেন ভারতের ক্রিকেটার করুন নায়ার।
৫০ ওভারের ক্রিকেটে আউট না হয়ে সর্বোচ্চ রান করার রেকর্ড এখন নায়ারের। গত পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরি সহ তিনি ৫৪২ রান করেছেন, যা প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান হিসেবে নতুন একটি মাইলফলক তৈরি করেছে।
রেকর্ড গড়ার পথচলা শুরু হয়েছিল গত বছরের ২৩ ডিসেম্বর। জম্মু ও কাশ্মীরের বিপক্ষে প্রথম ম্যাচে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলে দুর্দান্ত শুরু করেন নায়ার। এরপর ছত্তিশগড়ের বিপক্ষে ৮১ রানের লক্ষ্যে ব্যাটিং করে অপরাজিত থাকেন ৪৪ রানে, এবং চণ্ডীগড়ের বিপক্ষে ১৬৩ রানের ইনিংস খেলেন, যা ছিল তার ক্যারিয়ার সেরা।
এছাড়া, তামিল নাড়ুর বিপক্ষে গত ৩১ ডিসেম্বর ১১১ রানের ইনিংস খেলেন তিনি। তার পরের ম্যাচটি ছিল উত্তর প্রদেশের বিপক্ষে, যেখানে তার দলের জয়লাভের পর তিনি ১১২ রানে আউট হন। এর মাধ্যমে থামে তার টানা অপরাজিত থাকার যাত্রা, তবে রেকর্ড গড়া হয়ে গেছে তার।
লিস্ট 'এ' ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের, যিনি ২০১০ সালে ৫২৭ রান করেছিলেন। এই তালিকায় পরবর্তী স্থানগুলোতে আছেন জার্মানির জসুয়া ফন হেরডেন (৫১২), পাকিস্তানের ফখর জামান (৪৫৫) ও তৌফিক উমর (৪২২)।
বিশ্ববিদ্যালয়ে ক্রিকেটের নিয়মিত পারফর্মার হলেও, নায়ার কখনোই ভারতের জাতীয় দলের নিয়মিত সদস্য হননি। ভারতের হয়ে তিনি মাত্র ৬টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৩ রানের ট্রিপল সেঞ্চুরিও করেছিলেন, তবে পরবর্তী ম্যাচে আজিঙ্কা রাহানে দলের হয়ে ফিরে আসায় তাকে বাদ পড়তে হয়।
What's Your Reaction?