বাউফলে ব্যবসায়ীকে 'ফিল্মি স্টাইলে' অপহরণের ঘটনা
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিবু বণিক (৬৫) অপহরণের শিকার হয়েছেন।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিবু বণিক (৬৫) অপহরণের শিকার হয়েছেন।
শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে শিবু বণিককে অপহরণ করা হয়।
ঘটনার পর বাউফল থানা পুলিশের একটি দল শিবু বণিককে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাত সোয়া ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় ব্যবসায়ী শিবু বণিক তার দুই কর্মচারীকে নিয়ে দিনের হিসাব নিকাশ করছিলেন। এ সময় মুখোশধারী ডাকাতদল ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এবং তাদের হাত-পা বেঁধে ফেলে। ডাকাত দল দোকানের ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকা লুট করে এবং পরে শিবু বণিককে পেছনের দরজা দিয়ে বের করে ইঞ্জিন চালিত ট্রলারে তুলে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে চলে যায়। এ ঘটনার পর কালাইয়া বন্দরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, শিবু বণিককে উদ্ধারের জন্য একাধিক পুলিশ টিম অভিযান চালিয়ে যাচ্ছে।
What's Your Reaction?